বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা থেকে বরিশাল বিমানের সময়সূচি ও ভাড়ার তালিকা নিয়ে ।যারা ঢাকা থেকে বরিশাল বিমানের সময়সূচি ও ভাড়ার তালিকা খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে ঢাকা থেকে বরিশাল বিমানের সময়সূচি ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
বাংলাদেশের দক্ষিনাঞ্চলের অন্যতম প্রধান একটি জেলা শহর বরিশাল।বিমানে ঢাকা থেকে বরিশাল যেতে সময় লাগে মাত্র ৪০ মিনিট।আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিমানে যাতায়াত করতে পছন্দ করে। কেননা ট্রেন বা বাস জার্নি অনেকটা বোরিং হয়ে থাকে।কারণ বাসে যাতায়াত করতে গেলে আমাদের ট্রাফিক জাম এ পড়তে হয়। যার ফলে আমাদের সময় নষ্টের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়। অন্যদিকে বিমানে জার্নি অনেকটা সুবিধাজনক। কেননা বিমানে অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর যায়।
ঢাকা থেকে বরিশাল বিমানের সময়সূচি:
প্রতিটি যানবাহনের একটি নির্দিষ্ট সময় থাকে।বিমানে ঢাকা থেকে বরিশাল যেতে সময় লাগে মাত্র ৪০ মিনিট।ভ্রমণের জন্য সময়সূচী সম্পর্কে জানা খুবই জরুরী।বিমান নির্দিষ্ট সময় অনুযায়ী চলাচল করেন। তাই সময় মত এয়ারপোটে পৌঁছাতে না পারলে আপনি যাত্রা করতে ব্যর্থ হবেন।প্রিয় যাত্রীদের সুবিধার জন্য নিচে ঢাকা থেকে বরিশাল বিমানের সময়সূচি আলোচনা করা হলো।
নভোএয়ারের ফ্লাইট সিডিউল দেখুন – www.flynovoair.com/travelinfo/flight_schedules
বিমান বাংলাদেশের ফ্লাইট সিডিউল দেখুন – www.biman-airlines.com/schedule
ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল জানতে ফোন করুন ০১৭৭৭৭৭৭৮০০ অথবা ১৩৬০৫ নম্বরে।
শনিবার
বাংলাদেশ বিমান – ফ্লাইট নেই
নভোএয়ার – ১ টি ফ্লাইট
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট
রবিবার
বাংলাদেশ বিমান – ১ টি ফ্লাইট
নভোএয়ার – ১ টি ফ্লাইট
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট
সোমবার
বাংলাদেশ বিমান – ফ্লাইট নেই
নভোএয়ার – ১ টি ফ্লাইট
ইউএস বাংলা এয়ারলাইন্স– ১ টি ফ্লাইট
মঙ্গলবার
বাংলাদেশ বিমান – ১ টি ফ্লাইট
নভোএয়ার – ১ টি ফ্লাইট
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট
বুধবার
বাংলাদেশ বিমান – ফ্লাইট নেই
নভোএয়ার – ১ টি ফ্লাইট
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট
বৃহস্পতিবার
বাংলাদেশ বিমান – ১ টি ফ্লাইট
নভোএয়ার – ১ টি ফ্লাইট
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট
শুক্রবার
বাংলাদেশ বিমান – ১ টি ফ্লাইট
নভোএয়ার – ১ টি ফ্লাইট
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট
ঢাকা টু বরিশাল বিমানের ভাড়া:
1.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
২,৫০০ টাকা (সুপার সেভার)
৮,২০০ টাকা (ইকোনমি স্পেশাল)
2.নভোএয়ার
২,৯৯৯ টাকা (স্পেশাল প্রোমো)
৮,২০০ টাকা (ফ্লেক্সিবল)
3.ইউএস বাংলা এয়ারলাইন্স
২,৬৯৯ টাকা (লিমিটেড অফার)
৬,০০০ টাকা (রেগুলার)
ঢাকা থেকে বরিশাল রুটের বিমান সমূহ:
ঢাকা থেকে বরিশাল রুটে বর্তমানে ৩ টি বিমান সংস্থা নিয়মিত বিমান পরিচালনা করছে। এগুলো হলঃ
- বাংলাদেশ বিমান
- নভোএয়ার
- ইউ এস বাংলা এয়ারলাইন্স
ঢাকা থেকে বরিশাল বিমান টিকিট কিভাবে করবেন:
আপনার পছন্দের বিমান অফিস থেকে ঢাকা থেকে বরিশাল বিমান টিকিট করে নিতে পারবেন। ওয়েবসাইটগুলো থেকেও টিকিট করতে পারেন। যারা ডিসকাউন্ট পছন্দ করেন, তারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট নিতে পারেন।আভ্যন্তরীণ বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না।আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে যেকোন অনুমোদিত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র হলেও চলবে।
লাগেজ সংক্রান্ত তথ্য:
নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে।
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই পোষ্টের মাধ্যমে ঢাকা থেকে বরিশাল বিমানের সময়সূচি ও ভাড়ার তালিকা আলোচনা করেছি। আশা করি, এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………