বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে ।যারা ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
ট্রেন নিয়ে কিছু কথা:
ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি তথ্য জানতে হবে তা না হলে আপনি ট্রেনের যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে পারেন। বর্তমানে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাপনার বেশ উন্নতি হয়েছে এবং এই উন্নতির কারণে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।ট্রেন আমাদের দেশের অন্যতম জনপ্রিয় পরিবহন।ট্রেন আপনার ভ্রমণকে শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট করতে পারে।বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেন সার্ভিস অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে।আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। কেননা বাস জার্নি অনেকটা বোরিং হয়ে থাকে। কারণ বাসে যাতায়াত করতে গেলে আমাদের ট্রাফিক জাম এ পড়তে হয়। যার ফলে আমাদের সময় নষ্টের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়। অন্যদিকে ট্রেন জার্নি অনেকটা সুবিধাজনক। কেননা ট্রেনে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর যায়।
ঢাকা টু নরসিংদী ট্রেনের নাম:
ঢাকা টু নরসিংদী রুটে নিয়মিত সাতটি আন্তঃনগর ট্রেন চলাচল করে । এই ট্রেন গুলোর নাম সম্পর্কে অনেকেই এখনো জানে না তাই তাদের সুবিধার্থে ট্রেনের নামগুলো নিচে তুলে ধরা হলো ।
- উপকূল এক্সপ্রেস (৭১২)
- মহানগর এক্সপ্রেস (৭২২)
- এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭)
- উপবন এক্সপ্রেস (৭৩৯)
- এগারো সুন্দর গোধূলি (৭৪৯)
- কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)
- চট্রলা এক্সপ্রেস (৬৮)
ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী:
সিরিয়াল নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
০১ | উপকূল এক্সপ্রেস (৭১২) | ১৫.২০ | ১৬.৩০ | মঙ্গলবার |
০২ | মহানগর এক্সপ্রেস (৭২২) | ২১.২০ | ২২.৩২ | রবিবার |
০৩ | এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭) | ৭.১৫ | ৮.৩১ | বুধবার |
০৪ | উপবন এক্সপ্রেস (৭৩৯) | ২০.৩০ | ২১.৪৫ | নাই |
০৫ | এগারো সুন্দর গোধূলি (৭৪৯) | ১৭.৪০ | ১৮.৪০ | বুধবার |
০৬ | কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) | ১০.৪৫ | ১২.০০ | শুক্রবার |
০৭ | চট্রলা এক্সপ্রেস (৬৮) | ১৩.০০ | ১৪.১৫ | মঙ্গলবার |
ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়ার তালিকা:
সিরিয়াল নং | আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
০১ | শোভন | ৬০ টাকা |
০২ | শোভন চেয়ার | ৭০ টাকা |
০৩ | প্রথম আসন | ৯০ টাকা |
০৪ | প্রথম বার্থ | ১৩৫ টাকা |
০৫ | স্নিগ্ধা | ১৩৫ টাকা |
০৬ | এসি | ১৫৬ টাকা |
০৭ | এসি বার্থ | ২৩৬ টাকা |
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই পোষ্টের মাধ্যমে ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আলোচনা করেছি। আশা করি, এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………