Native Banner
বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা থেকে টাংগাইল ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে ।যারা ঢাকা থেকে টাংগাইল ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে ঢাকা থেকে টাংগাইল ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
ট্রেন নিয়ে কিছু কথা:
ট্রেন আমাদের দেশের অন্যতম জনপ্রিয় পরিবহন।ট্রেন আপনার ভ্রমণকে শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট করতে পারে।বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেন সার্ভিস অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে।আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। কেননা বাস জার্নি অনেকটা বোরিং হয়ে থাকে। কারণ বাসে যাতায়াত করতে গেলে আমাদের ট্রাফিক জাম এ পড়তে হয়। যার ফলে আমাদের সময় নষ্টের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়। অন্যদিকে ট্রেন জার্নি অনেকটা সুবিধাজনক। কেননা ট্রেনে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর যায়।
ঢাকা থেকে টাঙ্গাইল ট্রেনের সময়সূচী:
প্রিয় যাত্রীদের সুবিধার জন্য ঢাকা থেকে টাংগাইল ট্রেনের সময়সূচী টেবিল আকারে প্রকাশ করা হলো।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ধূমকেতু এক্সপ্রেস(৭৬৯) | বৃহস্পতিবার | ০৬ঃ০০ | ০৭ঃ৫৫ |
সুন্দরবন এক্সপ্রেস(৭২৬) | মঙ্গলবার | ০৮ঃ১৫ | ০৯ঃ৪৫ |
নীলসাগর এক্সপ্রেস(৭৬৫) | সোমবার | ০৬ঃ৪০ | ০৮ঃ২০ |
একতা এক্সপ্রেস(৭০৫) | নাই | ১০ঃ১০ | ১২ঃ০৫ |
সিল্কসিটি এক্সপ্রেস(৫৩) | রবিবার | ১৪ঃ৪৫ | ১৬ঃ৫৫ |
সিরাজগঞ্জ এক্সপ্রেস(৭৭৬) | শনিবার | ১৭ঃ০০ | ২১ঃ৩০ |
চিত্রা এক্সপ্রেস(৭৬৪) | সোমবার | ১৯ঃ০০ | ২২ঃ১০ |
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭) | নাই | ২০ঃ০০ | ২২ঃ০০ |
লালমনি এক্সপ্রেস(৭৫১) | শুক্রবার | ২১ঃ৪৫ | ২৩ঃ৪০ |
পদ্মা এক্সপ্রেস(৭৫৯) | মঙ্গলবার | ২৩ঃ০০ | ০১ঃ০০ |
লোকাল(৬৬১) | নাই | ১১ঃ৪০ | ১২ঃ৫৪ |