আপনি যদি বাংলাদেশ রেলওয়ে ট্রেনের সময়সূচী জানতে চান তাহলে আপনারা ঠিক জায়গায় প্রবেশ করেছেন । আমরা এই ওয়েবসাইটে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন ট্রেনের টাইম সিডিউল আলোচনা করে থাকি।তারই ধারাবাহিকতায় আজকে আমরা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য, বিরাটি স্টেশন নিয়ে আলোচনা করব।লালমনিরহাট থেকে যাত্রা শুরু করে রংপুর , গাইবান্ধা , বগুড়া, নাটোরসহ বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে এই রুটের সাথে সংযুক্ত করেছে লালমনিরহাট এক্সপ্রেস।লালমনিরহাট এক্সপ্রেস এর উন্নত মানের কিছু সেবা পাওয়া যায় । যেমনঃ এই এক্সপ্রেসে আছে এসি, নন এসি, শোভন চেয়ার ,খাদ্য সেবা ,ঘুমানোর ব্যবস্থা ,বিনোদন সহ ইত্যাদি নানাবিধ সুবিধা থাকার কারণে লালমনি এক্সপ্রেস এর যাত্রীদের একটি আরামদায়ক ও সহজ ভ্রমণ উপহার দেয় লালমনি এক্সপ্রেস।বাংলাদেশ রেলওয়ে নির্দিষ্ট হারে দূরত্ব মেপে ভাড়া নিয়ে থাকে এবং সেইসাথে যাত্রীদের সময়ের কথা বিবেচনা করে নির্দিষ্ট ইস্টিশনে স্বাভাবিকভাবে সময় মেনটেন করে থাকে। ঢাকা টু লালমনিরহাট 331 কিলোমিটার। এই রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি হলো লালমনি এক্সপ্রেস। তাই আজকের আমি এই নিবন্ধে লালমনি এক্সপ্রেস সহ এই রুটে চলাচল করার সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যেকোনো ভ্রমণ করার ক্ষেত্রে আপনাকে সেই ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য আগেই জানেন তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই আপনি যদি প্রথম বার এই জোটের একজন যাত্রী হয়ে থাকেন তাহলে এই নিবন্ধটি আপনার অনেক উপকার করবে বলে আমি আশা করি।
লালমনি এক্সপ্রেস:
লালমনি এক্সপ্রেস বাংলাদেশের দ্রুততম একটি অন্তর নগর ট্রেন। এই ট্রেন ঢাকা শহর অঞ্চলের লালমনিরহাট জেলার মধ্য দিয়ে চলাচল করে থাকে। এটেন সাথে মার্চ 2004 সালে আমাদের মাঝে প্রথম সেবা প্রদানে নিয়োজিত হয়।এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়েতে 791 752 নম্বরে চলাচল করে থাকে।2004 সাল থেকে এ অব্দি ট্রেন ঢাকা টু লালমনিরহাট হলুদের নিয়মিতভাবে চলাচল করে আসতেছে।ট্রেনটির সাপ্তাহিক ছুটি শুক্রবারট্রেনে ভ্রমণ করা সব সময়ই আনন্দদায়ক। এবং খুব কম সময়ের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। অধিকাংশ মানুষ প্রতিদিনের যাতায়াতের জন্য ট্রেনের যাতায়াত স্বচ্ছন্দবোধ মনে করে। অন্যান্য যানবাহন থেকে ট্রেনে যাতায়াত করলে অনেকটা সুবিধা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছান যায়। ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার জন্য ট্রেন একটি ভাল মাধ্যম। কারণ ঢাকা থেকে লালমনিরহাট এর দূরত্ব অনেক বেশি।।লালমনি এক্সপ্রেস বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট কে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করেছে। আপনি যদি লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য, বিরাটি স্টেশন জানতে চান তাহলে আপনার জন্য আমাদের এই নিবন্ধটি।
ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী :
বাংলাদেশের রেল লাইনের কেন্দ্রস্থল হল ঢাকা কমলাপুর রেল স্টেশন। কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় রেললাইন সংযোগ আছে। এই স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায়। ঢাকা থেকে লালমনিরহাট ৩৩১.৭ দূরত্বের এই যাত্রাপথ লালমনি টু ঢাকা পথে লালমনি এক্সপ্রেস ট্রেন চলাচল করে।ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেস ট্রেন চলাচল করে। আপনি ট্রেনে যাতায়াত করতে চাইলে এই ট্রেনটিতে যাতায়াত করতে পারবেন। নির্দিষ্ট সময়ে চলাচল করে।যে কোন ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে সেই ট্রেনের সময়সূচী জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই অনেকেই ঢাকা টু লালমনিরহাট রুটে চলাচল করার জন্য লালমনি এক্সপ্রেস ট্রেন সহ এই রুটে চলাচলকারী সকল-ট্রেনের-সময়সূচি জানার জন্য অনলাইনে অনুসন্ধান করেন। নিবন্ধন এই অংশে আপনারা খুব সহজেই ঢাকা টু লালমনিরহাট সময়সূচী পেয়ে যাবেন। ঢাকা টু লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের শুক্রবার বন্ধ থাকে এবং বাকি ছয় দিন নিয়মিতভাবে চলাচল করে। ঢাকা টু লালমনিরহাট রুটে চলাচলকারী এক্সপ্রেস ট্রেন গুলোর মধ্যে লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত 9 টা 45 মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে প্রতিদিন সকাল 10 টা 20 মিনিটে লালমনিরহাট থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার সন্ধ্যা 7 টা 50 মিনিটে। আমি নিচে একটি টেবিল সংযুক্ত করেছি এই ট্যাবলেট এর বিস্তারিত সময়সূচি পাবেন।
ট্রেননং |
উৎস |
প্রস্থান |
গন্তব্য |
প্রবেশ |
সাপ্তাহিকছুটি |
৭৫১ |
কমলাপুর |
২১:৪৫ |
লালমনিরহাট |
০৭:২০ |
শুক্রবার |
৭৫২ |
লালমনিরহাট |
১০:২০ |
কমলাপুর |
১৯:৫৫ |
লালমনি এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন:
আপনি যদি ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আপনাকে অবশ্যই লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে। লালমনিরহাট এক্সপ্রেস (৭৫১) ট্রেনটি ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার সময় এবং গন্তব্য স্থানে পৌঁছানোর সময় তুলে ধরা হলো-
স্টেশন |
ছুটির দিন |
ছাড়ায় সময় |
পৌছানোর সময় |
ঢাকা টু লালমনিরহাট |
ঢাকা শুক্রবার |
২১ঃ৪৫ |
০৭ঃ২০ |
লালমনিরহাট টু ঢাকা |
ঢাকা শুক্রবার |
১০ঃ২০ |
ঢাকা টু লালমনিরহাট ট্রেনের ভাড়ার তালিকা:
ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে। সেটির বিভিন্ন আসন ব্যবস্থা রয়েছে। প্রতিটি আসন ব্যবস্থা টিকিটের মূল্য বিভিন্ন রকম। ট্রেনগুলোর আসন ভিন্ন থাকায় আপনি যদি শোভন আসনে যেতে চান তাহলে এক রকম এবং এসি আসনে যেতে চাইলে আলাদা রকম ভাড়া দিতে হবে।তাই আপনার আসনের উপর ভিত্তি করে টিকিট মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আমি ঢাকাতে লালমনিহাট রুটে চলাচলকারী ট্রেন গুলোর টিকিট মূল্য নিশ্চিত সংযুক্ত করেছে।ভিন্ন ভিন্ন আসন ব্যবস্থার টিকিটের মূল্য জানতে চাইলে আপনি অবশ্যই নিচের তালিকাটি লক্ষ করবেন। নিচে ট্রেনের নাম,বিভিন্ন আসনের টিকিটের মূল্য উল্লেখ করা হলো-
আসন বিভাগ |
টিকিটের মূল্য |
শোভন |
৪২০ টাকা |
শোভন চিয়ার |
৫০৫ টাকা |
প্রথম আসন |
৬৭৫ টাকা |
প্রথম বার্থ |
১০১০ টাকা |
স্নিগ্ধা |
৮৪০ টাকা |
এসি |
১০১০ টাকা |
এসি বার্থ |
১৫১০ টাকা |
ঢাকা থেকে লালমনিরহাট ট্রেনের বিরতি স্টেশন:
লালমনি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে যাত্রা শুরু করে ঢাকা বিমানবন্দরে পৌঁছায় রাত 10 টা 12 মিনিটে, জয়দেবপুরে পৌঁছায় রাত 10 টা 42 মিনিটে, টাঙ্গাইল পৌঁছায় রাত 11 টা 40 মিনিটে, বঙ্গবন্ধু সেতুর পূর্ব রাত 12 টা 2 মিনিটে, শহীদ এম মনসুর আলী স্টেশন এ পৌছায় রাত বারোটা উনচল্লিশ মিনিট, উল্লাপাড়া পৌঁছায় রাত 1 টা 2 মিনিটে, বড়াল ব্রীজ স্টেশনে পৌঁছায় রাত 1:30 মিনিটে, আজিমনগর স্টেশন এ পৌছায় রাত 2 টা 15 মিনিটে, নাটোর স্টেশনে পৌঁছে রাত 2: 42 মিনিট এ, সান্তাহার পৌঁছায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত 3 টা 15 মিনিটে, বগুড়া রেলওয়ে স্টেশনে পৌঁছার ভোর চারটা 21 মিনিটে, গাইবান্ধা স্টেশনে পৌঁছার সকাল 5 টা 30 মিনিটে, পীরগাছায় স্টেশনে পৌঁছার সকাল 6 টা 27 মিনিটে, এবং কাউনিয়ায় স্টেশনে পৌঁছার সকাল 7 টা 45 মিনিটে, সর্বশেষ লালমনিহাটে পৌঁছায় সকাল 7 টা 20 মিনিটে।এছাড়াও আমি নিচে একটি টেবিল সংযুক্ত করে দিয়েছি। টেবিলটি থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি কোন কোন সময় কোন কোন স্টেশনে বিরতি দেয় তা খুব সুন্দর ভাবে উল্লেখ করা আছে।এছাড়াও ঢাকা থেকে লালমনিরহাট অথবা লালমনি এক্সপ্রেস ট্রেনের টিকেট যে সকল স্থানে সংগ্রহ করা যাবে অথবা লালমনিরহাট থেকে ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন গুলি নিম্নরূপ।নিম্নোক্ত তালিকাটি ২০২২ সাল অব্দি কার্যকর।
বিরতি স্টেশন নাম |
ঢাকা থেকে (৭৫১) |
লালমনিরহাট থেকে (৭৫২) |
বিমানবন্দর |
২২ঃ১২ |
১৯ঃ২১ |
জয়দেবপুর |
২২ঃ৪২ |
১৮ঃ৪৭ |
টাঙ্গাইল |
২৩ঃ৪০ |
১৭ঃ৫০ |
বঙ্গবন্ধু সেতু পূর্বে |
০০ঃ০২ |
১৭ঃ২৮ |
শহীদ এম মনসুর আলী |
০০ঃ৩৯ |
১৬ঃ৪৬ |
উল্লাপাড়া |
০১ঃ০২ |
১৬ঃ১৮ |
বড়াল ব্রিজ |
০১ঃ৩০ |
১৫ঃ৫৫ |
আজিমনগর |
০২ঃ১৫ |
১৫ঃ১৬ |
নাটোর |
০২ঃ৪২ |
১৪ঃ৪৬ |
সান্তাহার |
০৩ঃ১৫ |
১৩ঃ৫৫ |
বগুড়া |
০৪ঃ২১ |
১৩ঃ০৮ |
সোনাতলা |
০৪ঃ৫০ |
১২ঃ৩৪ |
বোনারপাড়া |
০৫ঃ১৩ |
১২ঃ১২ |
গাইবান্ধা |
০৫ঃ৩৭ |
১১ঃ৪৮ |
বামনডাঙ্গা |
০৬ঃ০৯ |
১১ঃ১৭ |
পীরগাছা |
০৬ঃ২৭ |
১০ঃ৫৮ |
কাউনিয়া |
০৬ঃ৪৫ |
১০ঃ৪০ |
শেষকথা:
আশা করি আমাদের আর্টিকেলটি আপনাদেরকে লালমনি এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত তথ্য প্রদান করে সহায়তা করতে। তথ্যটি পিসিয়ার বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট এর উপর ভিত্তি করে প্রদান করা হয়েছে। আপনি যে কোন মতামত বা প্রশ্ন কমেন্ট করে জানাতে পারবেন। আর যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।