বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ।বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল লাইন ঢাকা টু পঞ্চগড় ।এই রুটে চলাচল করে পঞ্চগড় এক্সপ্রেস ।বাংলাদেশ সীমান্তেই সর্ব উত্তরে পঞ্চগড় জেলা অবস্থিত। এই দূরবর্তী স্থান পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত নিয়মিত চলাচল করেছে এই ট্রেনটি।পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি প্রথম উদ্বোধন হয় 25 শে মে 2019 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। 29 শে মে 2019 সালে প্রথম চালু করা হয়েছে পঞ্চগড় থেকে ঢাকা ট্রেন চলাচল। এতে করে পঞ্চগড় জেলার মানুষ রাজধানী ঢাকা খুব অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারে। তখন থেকে নিয়মিত চলাচল করছে এই ট্রেনটি । পঞ্চগড় নিয়ে পঞ্চগড় বাসি খুব আশাবাদী ।পঞ্চগড় এক্সপ্রেস বাংলাদেশের ঢাকা থেকে পশ্চিম অঞ্চল সরাসরি রেলপথে সংযুক্ত করেছে। এই ট্রেনটি সীমান্তবর্তী জেলা পঞ্চগড় পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলস্টেশনের সরাসরি যাত্রী পরিষেবা দিয়ে আসছে। এই ট্রেনটি বর্তমান বিশ্বে যে আধুনিক ট্রেনগুলো রয়েছে তার মধ্যে একটি।ট্রেন যাতায়াত যেমন আরামদায়ক তেমনি দূরবর্তী স্থান থেকে ট্রেনে যাতায়াত করা দ্বিগুণ আনন্দের। আশ পাশের সিটে বসে বাইরে মনোরম দৃশ্য যেন দীর্ঘ যাতায়াতের কথা ভুলেই দেয় মনেই হয়না কখন চলে গেছি গন্তব্যস্থলে।ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার জন্য আপনি অনেক ট্রেন পেয়ে থাকবেন এবং একেক ট্রেনের সেবা একেক রকম। আপনাদের সুবিধার্থে আজকে আমরা ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার জন্য কি কি ট্রেন এর মাধ্যমে যাওয়া যায়।এবং কোনাসন ব্যবস্থার টিকিট মূল্য কত সে সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময়ে ট্রেন হচ্ছে সবচাইতে দ্রুততম মাধ্যম। যার সাহায্যে আমরা খুব দ্রুত যেকোনো জায়গায় পৌঁছাতে পারি। আজকে আমি এই পঞ্চগড় এক্সপ্রেস এর যাবতীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করব ।পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী , স্টপ স্টেশন , টিকিট মূল্য ইত্যাদি বিষয়ে যারা জানার আগ্রহী তারা আমার পোস্টটি পুরোটা পড়লে সব বিষয়ে জানতে পারবেন ।আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা।
ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী:
বর্তমান সময়ে ঢাকা শহর থেকে দূর-দূরান্তের যাওয়ার জন্য অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। যার জন্য অনেকেই ট্রেনের চলাচলসুবিধাজনক মনে করেন।আপনি যদি আপনার ব্যবসায়িক কাজ বা দাপ্তরিক কাজের জন্য ঢাকা থেকে পঞ্চগড় যেতে চান। তবে আপনাকে ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী সম্পর্কে ধারণা থাকতে হবে।পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোড হল ৭৯৩-৭৯৪।পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ দ্রুত 526 কিলোমিটার। দীর্ঘ এই যাত্রাতে বিভিন্ন স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরতি নিয়ে থাকে।এই ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশ মনমুগ্ধকর কোনরকম বোরিং ফিল হয়না। সাধারণত পঞ্চগড় থেকে ঢাকা যাত্রার সময় 10 ঘন্টা 45 মিনিট পৌঁছায়। এছাড়াও এই ট্রেনটি মোট ৬ টি স্টেশনে বিরতি নিয়ে থাকে।পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক কোনো ছুটি নেই। আপনাদের সুবিধার জন্য নিচে ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী টাইম টেবিল দেওয়া হল:
স্টেশন |
ছুটির দিন |
ছাড়ার সমায় |
পৌঁছার সময় |
ঢাকা থেকে পঞ্চগড় |
না |
22:45 |
08:50 |
পঞ্চগড় থেকে ঢাকা |
না |
12:30 |
21:55 |
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থামার স্টেশন
স্টেশন নাম |
আপ সময় |
ডাউন সমায় |
ঢাকা বিমানবন্দর |
23:12 |
21:25 |
সান্তাহার |
04:10 |
17:05 |
পার্বতীপুর |
05:50 |
15:15 |
দিনাজপুর |
06:32 |
14:20 |
পিরগঞ্জ |
07:21 |
13.33 |
ঠাকুরগাঁও |
07:47 |
13:07 |
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা:
পঞ্চগড় এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে একটি বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ট্রেনটিতে মোট 12 টি কোর্স আছে । এর মধ্যে একটি এসি কেবিন , একটি এসি চেয়ার সহ মোট সাতটি শোভন চেয়ার এবং একটি প্রার্থনা কক্ষ ও দুইটি খাবার হল কক্ষ আছে ।ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার জন্য অনেক ধরনের ট্রেনের যাতায়াত করা যায়। আন্তঃনগর ট্রেনের ভাড়া এবং লোকাল ট্রেনের ভাড়ার মাঝে পার্থক্য আছে।পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়া সাধারণত অন্যান্য যানবাহন তুলনায় কম। এছাড়াও এতে আপনি ভ্রমণ করে আরামদায়ক ও নিরাপদ দীর্ঘ পথ এর জন্য যাত্রা করতে পারবেন।আন্তঃনগর ট্রেনের আসন ব্যবস্থার মান অনেক ভালো।আপনি যদি অনলাইন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করতে চান তবে শুধু বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং সিস্টেমের ওয়েবসাইটে যান এবং সহজ পদ্ধতিগুলি সম্পাদন করুন এবং আপনার টিকিট বুক করুন।আপনারা যাতে আসন ব্যবস্থার মূল্য সম্পর্কে ভালোভাবে জানতে পারেন তার জন্য নিচে সকল ট্রেনের আসন ব্যবস্থার মূল্য দেওয়া হলে:
আসন বিভাগ |
টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার |
৫৫০ টাকা |
প্রথম সিট |
১০৩৫ টাকা |
এসি সিট |
১২৬০ টাকা |
এসি বার্থ |
১৮৯২ টাকা |
পরিশেষে:
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ করে আপনারা অবশ্যই নিরাপদ ও আরামদায়ক যাত্রা করতে পারবেন। কারণ এই ট্রেনটি সম্পূর্ণ নতুন এবং আধুনিক একটি ট্রেন। যাত্রীদের জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা রয়েছে। তাই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।ভালো থাকবেন আল্লাহ হাফেজ।