ঢাকায় বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

Native Banner
ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার ভোর সাড়ে পাঁচটায় তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হোটেলে যান মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে উত্তর বাড্ডার এক বাণিজ্যিক অফিস পরিদর্শন করবেন তারা। তারাই মূলত মার্টিনেজকে বাংলাদেশে এনেছেন।যদিও এ অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবেন আয়োজকরা।

বিশ্বকাপে লিওনেল মেসির দলের রঙিন চরিত্রের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়কও। লুসাইল ফাইনালের টাইব্রেকারে আলবিসেলেস্তেদের ৪-২ গোলের জয়ের বড় এই কারিগর রাত পোহালেই সোমবার (৩ জুলাই) ভোরে পা রাখছেন ঢাকায়। এগারো ঘণ্টার এই ঝটিকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই ফুটবলার। তবে ভক্ত-সমর্থকদের সাথে সাক্ষাতের কোনো সুযোগ নেই তার। ৩ থেকে ৫ জুলাই ঢাকা কলকাতা সফরে তার বড় অংশই কাটবে কলকাতায়।

ঢাকার তুলনায় কলকাতায় থাকছে ব্যাপক আয়োজন চার ও পাঁচ তারিখে। এ সময় মোহানবাগানের প্রদর্শনী ম্যাচে উপস্থিত হওয়া ছাড়াও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন এমিলিয়ানো। শতদ্রু দত্ত বলেন, কলকাতায় আমার একটা চ্যাট শো আছে, ‘তাহাদের কথা’ নামে। সেখানে তিনি নিজের জীবন নিয়ে বলবেন। তারপর মোহনবাগান মাঠে একটি ম্যাচে তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। মোহনবাগান ক্লাবও পরিদর্শন করবেন। তার পরদিন একটি পেনাল্টি কনটেস্টে বিজয়ীদের পুরস্কার দেবেন।এ সময় এলজিআরডি ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ  তোফাজ্জেল হোসেন মিয়া এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময় উপস্থিত ছিলেন।