ডলার সংকটে প্রায় এক মাস বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র

Native Banner

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পর এবার কয়লা আমদানি সংকটের কারণে বন্ধ হতে চলেছে পটুয়াখালীর পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি। বর্তমানে কেন্দ্রটিতে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তাতে আর দুই সপ্তাহ চলবে। কয়লার বিল বাবদ ২৯৩ মিলিয়ন ডলার বকেয়া পড়েছে। চলতি এপ্রিল পর্যন্ত ১০ মাসের এ বকেয়া পরিশোধ না করলে আর কয়লা সরবরাহ করবে না সরবরাহকারী প্রতিষ্ঠান। এরই মধ্যে বকেয়া পরিশোধের বিষয়টি জানিয়ে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডকে (বিসিপিসিএল) চিঠি দিয়েছে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)। এ চিঠির বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

কয়লা সংকটের কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গত ২৫ মে এই উৎপাদন বন্ধ করা হয়। বিদ্যুৎকেন্দ্রটি চালুর ৩ বছরের মধ্যে প্রথমবারের মতো এ ধরণের পরিস্থিতির সৃষ্টি হলো।