বিসমিল্লাহি রহমানের রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।প্রিয় পাঠক বন্ধুগণ আপনারা হয়তো truecaller অ্যাপের বিষয় সম্পর্কে জানার জন্য অনলাইনে উপস্থিত হয়েছেন। এবং অনলাইন অনুসন্ধানের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটিতে অবস্থান করছেন বর্তমান সময়ে। আপনাদের মূল্যবান সময় আমাদের আলোচনা সাথে থেকে ব্যয় করার মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন এই অ্যাপটির বিষয়ে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার আগ্রহ নিয়ে কাজ করেছি আমরা।
ট্রুকলার অ্যাপ নিয়ে কিছু কথা :
এই অ্যাপস এর বিষয়ে আমরা অনেকেই বিস্তারিত জানি আবার অনেকেই এই ট্রুকলার অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত জানিনা। অনেকেই বিস্তারিত জেনে থাকলেও অনেক বিষয় সম্পর্কে ধারণা নেই আমাদের তাই আজকের আলোচনার মাধ্যমে আমরা এই অ্যাপসটির কিছু দরকারই তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব যেগুলো আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করতে সক্ষম।
ট্লরু কালার অ্যাপ সম্পর্কে যে সমস্ত তথ্য আমাদের জানার প্রয়োজন রয়েছে আমরা অনেকেই সেই তথ্যগুলো সম্পর্কে জানিনা। অনেক প্রয়োজনীয় তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে জানার দরকার অর্থাৎ প্রয়োজন রয়েছে এরপরেও আমরা না জানার কারণে অনেকেই জানার আগ্রহ নিয়ে অনলাইনে সহযোগিতা নিচ্ছেন এক্ষেত্রে আমরা আমাদের আলোচনায় এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করব যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং পরবর্তী সময়ে এটির ব্যবহার সঠিকভাবে করতে পারবেন বলে ধারণা রাখছি আমরা।
ট্রু কলার এতো নাম্বারের তথ্য কিভাবে সংগ্রহ করে?
এটি বোঝানোর জন্য আপনাকে একটি ছোট্ট উদাহরণ দেই। মনে করুন আপনার গ্রামের জনসংখ্যা এক হাজার জন। তাদের মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দুইশত জন এবং তাদের মধ্যে ট্রু কলার ব্যবহারকারীর সংখ্যা ১০ জন। আপনি লক্ষ্য করবেন, আপনার গ্রামের প্রায় লোকের নাম্বার কিন্তু আপনার ফোনে সেভ করা রয়েছে। এছাড়া শুধু আপনার গ্রামের লোকদের নাম্বারই নয় বরং অন্য এলাকার লোকের নাম্বারও সেভ করা রয়েছে।
ট্রু কলার ব্যবহারের ফলে কি প্রাইভেসির ক্ষতি হয়?
ট্রু কলারে সাইন আপ করার সময় যেহেতু এটি আপনার কন্টাক্ট লিস্টে থাকা সমস্ত নাম্বার নিয়ে নিয়ে নেয়, তাহলে এটি আপনার প্রাইভেসির ক্ষতি বলাই যেতে পারে। কেননা আপনি যে নাম্বারটিই আপনার ফোনে সেভ করেন না কেন সেটি ট্রু কলার তাদের সার্ভারে আপলোড করে নেয়। যদিও তা না হলে ট্রু কলার আজকের এই পর্যায়ে যেতে পারতো না।
তবে আপনি চাইলে ট্রু কলার থেকে আপনার নাম এবং নাম্বার ডিলিট করে দিতে পারেন। ট্রু কলার থেকে নাম্বার ডিলিট করার জন্য আপনাকে তাদের ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখান থেকে আপনার নামটি ডিলিট করে নিতে পারবেন।
ট্রু কলারের মাধ্যমে যেমন অপরিচিত নাম্বারের মালিককে খুঁজে পেতে সমস্যা হয়না ঠিক তেমনিভাবে অনেক সময় পড়তে হয় বিড়ম্বনায়। মনে করুন, আপনার পরিবারের চার জন সদস্য রয়েছে যারা সবাই ট্রু কলার ব্যবহারকারী। এখন নাম হলো সিয়াম। এ নামটি আপনার বোন “ভাইয়া” লিখে সেভ করেছে আবার আপনার মা সেটি “ছেলে” লিখে সেভ করে রেখেছে। এক্ষেত্রে ট্রু কলার কিন্তু আপনার নাম্বারের নামটি অন্য ব্যবহারকারীদের একেক সময়ে একেকটি দেখাবে। কেননা ট্রু কলার অন্য ট্রু কলার ব্যবহারকারীদের কাছ থেকেই নাম এবং নাম্বারগুলো সংগ্রহ করে। সেক্ষেত্রে সেটি হুবহু থাকে তাদের সার্ভারে।