জহির রায়হানের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য 2023

Native Banner
হ্যাল্লো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একজন স্বাধীনতা প্রিয় মানুষ এর গুরত্বপূর্ণ তথ্য নিয়ে । তিনি হলেন জহির রায়হান। জহির রায়হান নামটার সাথে আমরা সবাই পরিচিত হয়েছি তার রচিত উপন্যাস হাজার বছর উপন্যাস পড়ার মাধ্যমে।আমাদের অনেকেরই নবম দশম শ্রেণীর এই উপন্যাস টি পাঠ্য বিষয় ছিল।কিন্তু তিনি কেবলই একজন ঔপন্যাসিক নন। আধুনিক বাংলা কথাসাহিত্য কিংবা আধুনিক বাংলা চলচ্চিত্রে কারো অবদানের কথা যদি বলা হয়, তবে সবার আগে উঠে আসবে জহির রায়হানের নাম। তিনি একাধারে ছিলেন একজন সাংবাদিক, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। বিনোদন ও সাহিত্য জগৎ ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছিল তার অসামান্য অবদান। পেশাদার জীবনের সকল ক্ষেত্রেই তিনি বাঙালির উপর অত্যাচারের চিত্র ফুটিয়ে তুলেছেন। মাত্র ৩৭ বছরের জীবনকালে তার অর্জন তাকে বাংলার ইতিহাসে অমর করে রেখেছে।