মানুষের শরীর ঢেকে রাখার জন্যই প্রতিনিয়ত মানুষ শার্ট পরে সবাই শার্ট গায়ে দিয়ে ঝটপট বোতামগুলো লাগিয়ে ফেলে কিন্তু কেউ কি কখনো খেয়াল করেছেন প্রথম এর অবস্থান টা কোন দিকে কেন পুরুষের ক্ষেত্রে শার্টের বোতাম ডান দিকে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে বাম দিকে থাকে। ধারণা করা হয় 13 শতকের মাঝামাঝি বোতাম যুক্ত পোশাকের প্রচলন শুরু হয়েছিল সে সময় কেবল নারী ও অভিজাত পরিবারের সদস্যরা িবধান যুক্ত পোশাক পড়তে পারতেন। ধারণা মাথায় রেখেই মেয়েদের শার্টের বোতাম বাঁদিকে হওয়ার প্রথা শুরু হয় ।
কারো কারো মতে বাঁদিকে বোতাম হওয়ার আরেকটি ধার কারণ হলো মায়ের মনস্তত্ত্ব মা সব সময় তার শিশুকে হৃদপিন্ডের সবচেয়ে কাছাকাছি রেখে স্তন্যপান করতে ভালোবাসেন। এক্ষেত্রে বাঁদিকে বোতাম থাকলে তা খুঁজতে সুবিধা হয় শার্টের বোতাম এর এই রহস্য জড়িয়ে আছে নেপোলিয়ন বোনাপার্টের নামও। তার নির্দেশেই নাকি মেয়েদের শার্টের বোতাম বাঁদিকে লাগানো হয় নেপোলিয়ন বোনাপার্ট সব সময় একটি হাটের মধ্যে বুকের কাছে লুকিয়ে রাখতেন আর নারীরা সব সময় তার এই অভ্যাস নিয়ে ব্যঙ্গ করত। নেপোলিয়ান বিষয়টি জানতে পেরে নাকি নির্দেশ দিয়েছিলেন নারীদের শার্টের বোতাম দিকে লাগানো হয়। একটা সময় পুরুষরা ব্যস্ত থাকত যুদ্ধবিগ্রহে যুদ্ধের পোশাক এর ডান দিকে বোতাম লাগানো হতো যেন প্রতিপক্ষ দলের ডান হাতে থাকা তলওয়ার বা বর্ষা আমার ফাঁকে আটকে হ্যাঁচকা টানে যোদ্ধাকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিতে না পারে। আরো একটি তত্ত্বে বলা হয় ।
পুরুষরা সাধারণত নিজের জামা নিজেই পড়েন আবার অবস্থাপন্ন পরিবারের মেয়েদের বাড়ির দাসীরা এই পোশাক পরিয়ে দিতে তুলসীদাস এদের বেশিরভাগেই ডানহাতি বলে ধরে নেওয়া যায় তাদের সুবিধার জন্যই মেয়েদের জামার বোতাম বাঁদিকে রাখার কোথায় চালু হয় বলে মনে করা হয়।