ছেলেদের জীবনের গল্প,ছেলেদের নিয়ে কিছু স্ট্যাটাস 2023

Native Banner

ছেলেদের নিয়ে কিছু অসাধারণ কথা সবাইকে  স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একদিন একটা মেয়ে আমায় বলেছিল তোদের ছেলেদের জীবনটা কত সুখের। কোন টেনশন নেই, কোন চাপ নেই। যখন ইচ্ছা তখন বাইরে যাওয়া। যা ইচ্ছা তাই করা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, মস্তি, আনন্দ। হঠাৎ করে বন্ধুদের সঙ্গে কোথাও বেরিয়ে পড়া। সত্যি কত মজার তোদের জীবন। আমাদের জীবনে তো কিছুই নেই। মা বাবার বকা সারাদিন ঘরের ভেতর বন্দি। কিছু করার আগে সবার…সকল ছেলেদের উদ্দেশ্যে একটি কথা, শুধু শুধু প্রেম নামক মরীচিকার পিছনে ছুটে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার গড়ো, কারণ, ছেলেদের প্রেম করার জন্য স্মার্ট, হ্যান্ডসাম হতে হয়। কিন্তু বিয়ে করার জন্য টাকাওয়ালা হতে হয়, স্মার্ট নয়।আর মেয়েদের ক্ষেত্রে, স্বামী কিউট-হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোন ফ্যাক্ট নয়, তার টাকা থাকলেই হয়। হাজার হোক,শপিংয়ে গিয়ে সিরিয়ালের দামি দামি শাড়ি কিনে পাশের বাসার ভাবির সাথে প্রতি যোগিতায় নামতে হবেনা…তাই ভাইয়েরা আমার অনেক সময় নষ্ট করেছো, আর নয়, নিজের জন্য ভাবো, পরিবারের জন্য ভাবো, ভবিষ্যৎ জীবন সঙ্গীর জন্য ভাবো, হেলায় সময় নষ্ট করোনা যাতে পরে পস্তাতে হয়। পরিবার-সমাজ-আপন জনের কাছে তোমার মূল্য টাকা, টাকা নাই তো কেউ তোমাকে চিনবে না।

আজ কিছু কথা বলি, তা পড়ে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে আপনার ধারণা পাল্টাতে পারে। স্বাধীনতা, আড্ডা, ঘুরাঘুরি এগুলো ছেলেদের জীবন নয়। ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম, একটা গল্প, অনেক ত্যাগ। জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেয়া হয়, প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না, ভালো চাকরী পাওয়া যাবেনা, কোন বাবা তার মেয়েকে বিয়ে দিবেনা।ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয়, আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দেয়া হয়। মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হল টাকা। টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো মেহজাবিন, আর টাকা না থাকলে পাড়ার সখিনাও ফিরে তাকায়না