বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছলনাময়ী নারী নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, ও কিছু কথা নিয়ে ।যারা ছলনাময়ী নারী নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, ও কিছু কথা খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে ছলনাময়ী নারী নিয়ে নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, ও কিছু কথা নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।তাই আর দেরি না করে মনোযোগ সহকারে আমাদের পোস্টটি পড়ুন। এবং নিত্য নতুন তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ছলনাময়ী নারী নিয়ে উক্তি:
প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ছলনাময়ী নারী নিয়ে উক্তি খুজতেছেন ? তাদের কথা চিন্তা করে নিচে আমি কিছু বাছাইকৃত ছলনাময়ী নারী নিয়ে উক্তি আলোচনা করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
মিথ্যার মূল প্রয়োজনীয়তা হলো ছলনাতে।
— জন রাস্কিন
সবচেয়ে বড় ছলনা হলো নিজেকে ধোকা দেয়া।
— প্লেটো
ছলনাময়ীকে ছলনা দেয়া হচ্ছে দ্বিগুণ আনন্দের।
— জিন ডি লা ফন্টাইনেছলনা
পুরুষ সবচেয়ে বেশি ছলনার শিকার হয় তার মতামত এর কারণে।
— লিওনার্দো দা ভিঞ্চি
অন্যদেরকে ছলনা দেয়া। হ্যা, এটাই এখন বর্তমান সমাজের ভালোবাসা।
— অস্কার ওয়াইল্ড
কারোর কাছে কোনো কিছুর আশাও রেখো না, ছলনারও শিকার হবে না।
— সংগৃহীত
অর্ধেক সত্যের ব্যাপারে সতর্ক থেকো,কেননা বাকি অর্ধেকটা এখনো মিথ্যে।
— সংগৃহীত
ছলনা কখনোই আপনার পছন্দ হতে পারে না, বরং এটা একটা মারাত্মক ভুল।
— অস্কার ওয়াইল্ড
ছলনা হলো খুব কম সময়ের জন্য কিছু পাওয়ার আশায় বড় কিছু হারিয়ে ফেলা।
— থমাস সয়েল
ছলনা হলো বোকাদের দৈনন্দিন এর অভ্যাস, কেননা সৎ হওয়ার সাহস তাদের মোটেও নেই।
— বেঞ্জামিন ফ্রাংকলিন
যাদুকর হলো একমাত্র লোক যে তোমাকে বলে যে সে তোমাকে ছলনা করবে এবং সে তা করে।
— কার্ল জার্মেইন
কারোর ছলনার শিকার হওয়া লজ্জার নয় বরং ছলনা করার পরও তার সাথে থাকাই হলো লজ্জা।
— অলিভিয়া
প্রকৃতি কখনো আমাদের ছলনা করে না, এটা আমরাই যারা নিজেদেরকে ছলনার শিকার বানাই।
— জিন জ্যাকুয়েস রোজিও
যারা ছলনা করে তারা সব সময় তোমাকে বিশ্বস্ত দেখতে চাইবে তবে তারা সবসময় বিশ্বাস ভাঙ্গবে।
— সংগৃহীত
মানুষ ছলনার আশ্রয় তখনই নেয় যখন তার মনে ভয় জাগ্রত হয় এই বিষয়ে যে তার সাথী কি আদৌ তার আছে কি না।
— লিহ হ্যাগার কোহেন
যখন কোনো ছেলে ছলনা করে তখন বলা হয় ছেলেটি ভালো ছিল না, আর যখন মেয়েরা করে তখন বলা হয় ছেলেটা ভালো ছিল না।
— মোকো কোমা মোখোনোয়ানা
ছলনাময়ী নারী নিয়ে কিছু কবিতা:
অনেকেই ছলনাময়ী নারী নিয়ে কবিতা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে।প্রিয় ভিউয়ার্স তাই এখানে কবিতা প্রেমিদের জন্য জন প্রিয় কিছু ছলনাময়ী নারী নিয়ে কবিতা দেওয়া হয়েছে।এই ওয়েবসাইট থেকে ছলনাময়ী নারী নিয়ে কবিতা গুলো সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি সবার খুব ভাল লাগবে ।
কে আমি?
প্রশ্ন জাগে তোমার?
আসলেই তো আমি কে!
হয়ত আমি কেহ না
কিংবা কোনদিনই আমি ছিলাম না!
তাহলে কাকে তুমি ভালবাসতে?
সত্যই কি আমায় ভালবেসেছিলে?
নাকি সবই তোমার ছলনা!
নারী! সে তো বড় ছলনাময়ী!
চাঁদ তো ভালোবাসে আকাশকে
তবে কেন আকাশের সাথে লুকোচুরি খেলে?
তুমি আমাকে ভালোবাসোনি! খেলেছ লুকোচুরি !
তুমি আমার হৃদয়ে সত্যি ছিলে, এখনও আছ।
আমি আছি ? হয়ত আছি; হয়তবা না।
হয়ত এই আমি সেই আমি না।
দেহটি আছে, কিন্তু মন তো সেই কবেই মরে গেছে!
এখন আমি-
মাঝরাতে আকাশের পানে
উদাসী মনে চেয়ে থাকি।
রাতের তাঁরারা বুঝে আমার কষ্ট; আমার ব্যাথা।
শুধু তুমিই বুঝলেনা; বুঝতেও চাইলেনা।
ছলনাময়ী
– হোসাইন মুহম্মদ কবির
আমি অবুঝ পুরুষ,তাই বার বার
ভুল করে তোমার প্রেমের কাছে নিজেকে দেই বির্সজন;
এক বার নয়,দুই বার নয়
সহস্র বার চেষ্টা করেছি
তোমার থেকে দূরে দূরে থাকতে
কিন্তু পারিনি,
কামনাময়ী সর্ব অঙ্গ,নেশাময় চোখ
মাতাল করা ঠোঁট,আমায় ডেকেছে
আর আমি উন্মাদনা করতে শান্ত
চুষে নিয়েছি তৃপ্ত প্রেমও মধুরস।
তখনো বুঝিনি তোমার ছলাকলা
নিপুণ অভিনয়ে মুগ্ধ করে এ অন্তর
ভাসাবে নয়ন জলে।
তুমি ভালবাসার নামে মিথ্যে ছলনায় ভেঙেছ হৃদয়।
এখন আমি বিষাক্ত সাপকে বিশ্বাস করে গলার মালা করতে পারি
কিন্তু ছলনাময়ী তোমাকে নয়।
তুমি আমার বিশ্বাস করেছ নষ্ট
দিনে দিনে দিয়েছ শুধু কষ্ট আর কষ্ট।
স্বার্থ লোভী নারী তুমি,
নিজ স্বার্থ নিয়ে গিয়েছ চলে
ভালবাসার নামে কেন করলে অভিনয়?
পুরুষের জীবন ধ্বংসের এক মাত্র
হাতিয়ার হলো ছলনাময়ী নারী।
তুমি পার,ভালবাসার স্পর্শে
রাঙাতে মন।
নারী তুমি ছলনাময়ী
জীবন যাপন করতে হয়েছো রাজী,
ছলনা,ভালোবাসা, অভিনয় সব কিছু করতে পারো তুমি,
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই আর্টিকেলের মাধ্যমে ছলনাময়ী নারী নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, ও কিছু কথা আলোচনা করেছি। আশা করি, এই আর্টিকেলে আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………