বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চাবি হারিয়ে গেলে তালা খুলবেন যেভাবে, দারুন টিপস নিয়ে ।আমি আজকে আপনাদের সাথে চাবি হারিয়ে গেলে তালা খুলবেন যেভাবে, দারুন টিপস নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
চাবি হারিয়ে গেলে তালা খোলার দারুন টিপস:
বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য বা অন্য কোন কারণে জন্য অনেক সময় আমরা তালার চাবি হারিয়ে ফেলি কখনো কখনো ।সে ক্ষেত্রে দেখা যায় নানান ধরনের সমস্যা।কিন্তু সেই সমস্যা থেকে রেহাই পেতে চান? তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়ে দেখুন। কারণ এমন এক অভিনব পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি যা হয়তো এরা কি কেউ কখনও বলেনি।এই পদ্ধতিতে অবলম্বন করলে অনায়াসে আপনি তালা খুলে নিতে পারবেন চাবি ছাড়াই।চাবি ছাড়া তালা খোলার জন্য হাতের কাছে এক বাক্স দেশলাই থাকলেই হল। দেশলাই ব্যবহার করে তালা খোলার টিপসদেয়া হলো।
1.সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।
2.কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।
3. এ বার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।
4.এর পরে গোটা দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নীচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।
5.এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভাল। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।
শেষ কথা:
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টের চাবি হারিয়ে গেলে তালা খুলবেন যেভাবে, দারুন টিপস তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকেরে পোস্ট আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাতে চাবি হারিয়ে গেলে তালা খুলবেন যেভাবে, দারুন টিপস সম্পর্কে তারাও অনেক কিছু জানতে পারবে।আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ………..