Native Banner
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঈদুল আযহার আজাহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল আপনারা যারা ঈদুল আযহা গরিবের ঈদ আনন্দ নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন তাদেরকে আজকের এই আর্টিকেলে স্বাগতম।এই আর্টিকেলের মাধ্যমে আমরা গরিবের ঈদ আনন্দ নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছি ।আপনারা খুব সহজেই আমাদের আর্টিকেল থেকে গরিবের ঈদ আনন্দ নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন।
গরিবের ঈদ আনন্দ নিয়ে কিছু কথা:
গরিব ধনী সকলের আনন্দের দিন হচ্ছে ঈদের দিন। সেই দিনে কমবেশি সবার মনে আনন্দের জোয়ার বইতে থাকে। হয়তোবা ধনী ব্যক্তিরা গরিবদের থেকে একটু বেশি আনন্দ ভোগ করে। কিন্তু গরিব রাও এই দিনে অনেক ভালো সুখ শান্তি আনন্দ ভোগ করেন। অনেক সময় অনেক গরিব মানুষরাই ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জন্য চেষ্টা করেন। ঐ সকল মানুষদের জন্য আমি আজকের এই আয়োজন সাজিয়েছি। ঈদের দিনে ধনী গরিবের মধ্যে কোন তফাৎ থাকে না। এই দিনে সকল মুসলিমগণ ঈদগাহ মাঠে নামাজ পড়েন। এবং বন্ধু-বান্ধবের সাথে ঈদের আনন্দ বিনিময় করেন কোলাকুলির মাধ্যমে। এক মুসলিম আরেক মুসলিমকে সালাম বিনিময় করেন। সবাই এই দিনে অনেক আনন্দে থাকেন। হাজার কষ্টের পরেও এই দিনে মুসলমানগণ সবার সাথে আনন্দ ভাগাভাগ করেন এবং ভালো ব্যবহার করেন। এই দিনে গরিবদের মনে অসংখ্য আনন্দ খেলা খেলতে থাকে। গরিব মানুষরা ঈদের কেনাকাটা করার জন্য অনেক কষ্ট করে টাকা অর্জন করেন এবং সেই টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনেন ঈদগা মাঠে নামাজ পড়তে যাবে বলে। ঈদের দিনে গরিবদের মনে সে কষ্টের কথা আর থাকে না নতুন জামা কাপড় পরে সকলে যখন ঈদগাহ মাঠে নামাজ পড়তে যায় তখন তাদের মনে আনন্দ বইতে থাকে। সকল গরিব মানুষ এই চেষ্টা করে ঈদের দিনে ভালো কিছু খেতে। তাই বারবার এটাই বলতে হয় যে ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি।
গরিবের ঈদ আনন্দ নিয়ে কিছু স্ট্যাটাস:
প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ঈদুল আযহার উপলক্ষে গরিবের ঈদ আনন্দ নিয়ে কিছু স্ট্যাটাস এর সন্ধান করতেছেন? তাদের জন্য আজকে আমি নতুন নতুন বাচাইকৃত কিছু স্ট্যাটাস নিচে দিয়ে দিলাম। যাদের প্রয়োজন তারা এই আর্টিকেল থেকে স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিতে পারবেন। আশা করতেছি স্ট্যাটাস গুলো আপনাদের সবার ভালো লাগবে এবং কাজে লাগবে।
1. সারা দেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
🌙 ঈদ মোবারক…………….
2. ঈদ মানে হাসি, ঈদ মানে আশা
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
🌙 ঈদ মোবারক…………….
3. ঈদের চাঁদ আকাশে, সালামে দিন বিকাশে,
টাকা না থাকলে পকেটে, সালামের দিন রকেটে,
ঈদ এলো জগতে, সালামি নিন নগদে,
থাকি ঈদের দিন আশাতে,
যদি সালামি পায় উপায়,
বিকাশ আছে ,নগদ আছে,
সালামি না দিলে
খবর আছে।
🌙 ঈদ মোবারক…………….
4. রিমঝিম এই বৃষ্টিতে
ঈদ কাটাবো সৃষ্টিতে,
খুশির হাওয়া লাগল মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে,
সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
🌙 ঈদ মোবারক…………….
5. ঈদের আনন্দ ভাগাভাগি করব আজকে তোমার কাছে,
তোমাকে জানিয়ে দিতে চাই ওই একফালি চাঁদ দেখা গেছে দূর আকাশে।
সময় অনেক কম তাই যেতে হবে বাড়ি,
ঈদের আনন্দের ভেলা গুলোকে সাজাবো সারি সারি,
সময় পেলে এসো বন্ধু আমারি কাছে,
একসাথে করব আনন্দ দুজন মিলে মিশে।
🌙 ঈদ মোবারক…………….