ক্রিকেটার মোশাররফ রুবেল ব্রেইন ক্যান্সারে চলেই গেলেন 2023

Native Banner
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এনটিভি অনলাইনকে মুঠোফোনে খবরটি নিশ্চিত করেছেন রুবেলের স্ত্রী ফারহানা রূপা চৈতি।২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। গত ১১ অক্টোবর ইউনাইটেড হাসপাতালেই সর্বশেষ কেমোথেরাপি নিয়েছেন তিনি।

তিনদিন আগেই পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় রুবেলকে। তখন তাঁর স্ত্রী জানিয়েছিলেন, রুবেলের অবস্থা আগে থেকে কিছু ভালো। ধীরে ধীরে কথাও বলতে পারছিলেন তিনি। আগামী সপ্তাহে কেমোথেরাপি দেওয়ার কথা। কিন্তু হাসপাতাল থেকে বাসায় ফেরার পর ফের অসুস্থ হয়ে পড়েন রুবেল। পুনরায় হাসপাতালে ভর্তি করানো হলে আজ না ফেরার দেশে পাড়ি জমান এই ক্রিকেটার।কান্না জড়িত কণ্ঠে রুবেলের স্ত্রী চৈতি বলেন, ‘রুবেল আর নেই। আজ বিকেলে রুবেল চলে গেছে। সবাই রুবেলের জন্য দোয়া করবেন।