কোরবানির ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল সেরা কালেকশন

Native Banner
হ্যালো ভিউয়ার্স আসসালামুআলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি আজকে আমি আপনাদের সামনে একটি মূল্যবান আর্টিকেল নিয়ে হাজির হয়েছি তা হলো কোরবানির ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল আল্লাহর মহব্বতে নিবেদিত ইব্রাহিম আ: বৃদ্ধ বয়সে প্রাপ্ত তাঁর আদরের সন্তান হজরত ইসমাঈলকে জবাই করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছিলেন, যা ছিল এক কথায় যেমন মর্মস্পর্শী তেমনি ছিল পরওয়ারদিগারের সন্তুষ্টি অর্জনে পিতা-পুত্রের ত্যাগের এক মহান দৃষ্টান্ত। তাঁর সেই অমর সুন্নতের অনুসরণে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে সামর্থ্যবান মুসলমানেরা প্রতীকী পশু জবাই করে থাকেন।