কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 2023

Native Banner

প্রতিটি রোজাদারের সঠিক সময়ে সেহরী এবং ইফতারের সময় স্থির থেকে আদায় করতে চাই। তাই সে ক্ষেত্রে আগে থেকে যদি একজন রোজাদারের সময়সূচী গুলো জানা থাকে তাহলে খুবই ভালো হবে। তার জন্য কুমিল্লার ইফতারের সময়সূচি ২০২২ জানতে হবে। অবশ্য তার সাথে কুমিল্লার সেহরীর সময়সূচী ২০২২ জানতে হবে।তাই যারা কুমিল্লা জেলায় বসবাস করেন তারা সকল উপজেলার এই রমজান সময়সূচী মেনেই চলতে পারবেন। তার জন্য আপনাদের ইসলামিক ফাউন্ডেশন এর ক্যালেন্ডার মেনে চলতে হবে। ইসলামিক ফাউন্ডেশনে প্রতিবছর সেহরী এবং ইফতারের সময় উল্লেখ করে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়।এ ক্যালেন্ডারের সাথে আপনারা যদি কুমিল্লার সেহরির জন্য প্রতিদিন তিন মিনিট করে কমিয়ে নেন। তাহলে সঠিক সময় পাবেন। আরে একইভাবে আপনারা যদি প্রতিদিনের ইফতারের সময়সূচির সাথে ৪ মিনিট করে কমান। তাহলে ঠিক সময়ে আপনারা জানতে পারবেন।

সিয়াম পালনে পরিবারের সদস্যদের মানসিকভাবে প্রস্তুত করুন:

আপনার নিজের মানসিক প্রস্তুতির সাথে সাথে আপনার পরিবারের সদস্যদের, নিকটাত্মীয়দের এবং অধীনস্থদেরও মাহে রমযানকে স্বাগত জানানোর এবং পুরো মাস সিয়াম পালনের জন্য মানসিকভাবে সচেতন ও প্রস্তুত করতে থাকুন। এ উদ্দেশ্যে পারিবারিক বৈঠক করুন। পরামর্শ করুন। মাহে রমজান সঠিকভাবে পালনের পরিকল্পনা গ্রহণ করুন। পরিবারের সদস্যদের মধ্যে কিছু কিছু করে দায়িত্ব বন্টন করুন।