প্রতিটি রোজাদারের সঠিক সময়ে সেহরী এবং ইফতারের সময় স্থির থেকে আদায় করতে চাই। তাই সে ক্ষেত্রে আগে থেকে যদি একজন রোজাদারের সময়সূচী গুলো জানা থাকে তাহলে খুবই ভালো হবে। তার জন্য কুমিল্লার ইফতারের সময়সূচি ২০২২ জানতে হবে। অবশ্য তার সাথে কুমিল্লার সেহরীর সময়সূচী ২০২২ জানতে হবে।তাই যারা কুমিল্লা জেলায় বসবাস করেন তারা সকল উপজেলার এই রমজান সময়সূচী মেনেই চলতে পারবেন। তার জন্য আপনাদের ইসলামিক ফাউন্ডেশন এর ক্যালেন্ডার মেনে চলতে হবে। ইসলামিক ফাউন্ডেশনে প্রতিবছর সেহরী এবং ইফতারের সময় উল্লেখ করে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়।এ ক্যালেন্ডারের সাথে আপনারা যদি কুমিল্লার সেহরির জন্য প্রতিদিন তিন মিনিট করে কমিয়ে নেন। তাহলে সঠিক সময় পাবেন। আরে একইভাবে আপনারা যদি প্রতিদিনের ইফতারের সময়সূচির সাথে ৪ মিনিট করে কমান। তাহলে ঠিক সময়ে আপনারা জানতে পারবেন।
সিয়াম পালনে পরিবারের সদস্যদের মানসিকভাবে প্রস্তুত করুন:
আপনার নিজের মানসিক প্রস্তুতির সাথে সাথে আপনার পরিবারের সদস্যদের, নিকটাত্মীয়দের এবং অধীনস্থদেরও মাহে রমযানকে স্বাগত জানানোর এবং পুরো মাস সিয়াম পালনের জন্য মানসিকভাবে সচেতন ও প্রস্তুত করতে থাকুন। এ উদ্দেশ্যে পারিবারিক বৈঠক করুন। পরামর্শ করুন। মাহে রমজান সঠিকভাবে পালনের পরিকল্পনা গ্রহণ করুন। পরিবারের সদস্যদের মধ্যে কিছু কিছু করে দায়িত্ব বন্টন করুন।
মাহে রমজানের সময়কাল জানুন এবং দিন গুনুন
রমজান মাস আমাদের আপনজনের মতোই। সুতরাং ভালোভাবে জেনে রাখুন, আমরা যে ক্যালেন্ডার অনুসরণ করি সেই ক্যালেন্ডার অনুসারে কবে শুরু হতে যাচ্ছে রমজান মাস? অতঃপর দিন গণনা শুরু করুন।একজন মুসলিম মহা মর্যাদাপূর্ণ মাহে রমজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তিনি দিন গুনতে থাকেন কবে আসবে মাহে রমজান? কবে থেকে রোজা রাখব; মুসলিমদের কাছে মাহে রমজানের আগমন ঠিক এরকম, যেন: কারো আপনজন দূর বিদেশ থেকে প্লেনে করে বাড়ি ফিরছেন; এ দিকে বিমান বন্দরে এবং বাড়িতে তার স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন এসে পৌঁছুবে প্লেন? কখন তিনি প্লেন থেকে নেমে আসবেন? কখন পৌছাবেন বাড়ি। মুসলিমদের কাছে মাহে রমজানের আগমনের অপেক্ষাটাও হয়ে থাকে এরকম ব্যাকুলতা নিয়ে। 3 এপ্রিল থেকে পহেলা রমজান শুরু হতে যাচ্ছে। তবে আমাদের কুমিল্লা জেলার আজকের সেহরির শেষ সময় কত। সেটা জানা উচিত। আজকের কুমিল্লা জেলার সেহরীর সতর্কতামূলক শেষ সময় 4:27।
কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 2023:
আপনি কি সম্পূর্ণ এক মাসের রমজানের ক্যালেন্ডার টি ডাউনলোড করতে চান ? তাহলে আপনি এই পোস্টের মাধ্যমে সহজে আপনার হাতের ফোনটি দিয়ে ডাউনলোড কর নিতে পারেন সেহরি ও ইফতারের সময়সূচি সহ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত রমজানের ক্যালেন্ডার ২০২২ ফাইলটি।
এই জানার মধ্য দিয়ে একজন রোজাদার রমজানের সময়সূচী ২০২২ পালন করতে পারবে। তাই আপনারা যারা কুমিল্লা জেলায় বসবাস করেন তারা আমাদের ওয়েবসাইট থেকে কুমিল্লার সেহরি ও ইফতারের শেষ সময় ২০২২ জেনে নিন।
তাহলে বন্ধুরা এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দিলাম। আশাকরি বুঝতে পেরেছেন। আরও কোন তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের কমেন্টে জানাবেন। আমি সেই অনুযায়ী আপনাদের সকল তথ্য সরবরাহ করব।