বন্ধুরা আজকে আলোচনা করব সম্পূর্ণ নতুন ফুটবল জগতের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে অল্প বয়সে তিনি কিভাবে এত বড় ফুটবল তারকা হয়ে উঠলেন তার জীবনের সম্পূর্ণ গল্প তুলে ধরবো এই পোস্টে। তাই আপনারা যারা কিলিয়ান এমবাপে এর জীবনী সম্পর্কে জানতে চেয়ে অনলাইনে সার্চ করতেছেন, তাহলে আপনারা ঠিক জায়গায় অবস্থান করতেছেন। আপনার এখান থেকে বিশ্ব তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে জীবনী সম্পর্কে জানতে পারবেন এমবাপ্পে কোথা থেকে তার উঠে আসা এবং কিভাবে তার ক্যারিয়ার শুরু হয়। এবং তার পারিবারিক জীবন সম্পূর্ণ তুলে ধরা হলো এই পোস্টে, তাই আপনারা স্কিপ করে না করে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে ফুটবল জগতের মহাতারকা এমবাপের সম্পর্কে জানতে পারবেন নিচে পর্যায়ক্রমে ফুটবলার এমবাপ্পের জীবনী সংক্রান্ত তথ্য গুলো দেওয়া হল পর্যায়ক্রমে আপনাদের সুবিধার্থে —
কিলিয়ান এমবাপ্পের পরিচয়:
আমরা অনেকেই ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে পরিচয় অর্থাৎ জন্ম পিতা মাতা সম্পর্কে জানতে চেয়ে অনলাইনে সার্চ করে থাকি চলুন নিচ থেকে জেনে নেয়া যাক ফুটবল জগতের মহাতারকা এমবাপ্পের পরিচয় সম্পর্কে —
জন্ম:১৯৯৮ সালের ২০ ডিসেম্বর
পিতা:উইলফ্রিড ক্যামেরুন
মাতা:ফায়জা আলজেরিয়ান
উচ্চতা:৫ ফুট ১০ ইঞ্চি
ভাইয়ের নাম: আদি এমি এমবাপে
মাঠের ভূমিকা: স্ট্রাইকার
পিতা-মাতার দারিদ্র্য সত্ত্বেও সহযোগিতা
এমবাপ্পের জন্ম খুব গরিব পরিবারে। অর্থনৈতিক শত বাধা ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও এমবাপ্পেকে তার বাবা-মা সঠিকভাবে পরিচর্যা করে বড় করেছেন। বাবার অনুপস্থিতিতে শৈশবে মায়ের দিকনির্দেশনায় ফুটবলের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছেন পিএসজি তারকা। এছাড়াও এমবাপ্পে নিজেকে বিশ্বসেরা ফুটবলার হিসেবে গড়ে তোলার পেছনে সবসময় নিজের ফুটবল কোচ বাবার সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছেন।
পরিবারে একাধিক ধর্ম
এমবাপ্পে নিজে কোন ধর্মের অনুসারী, তা নিয়ে রয়েছে বিতর্ক। কেননা একদিকে তার বাবা উইলফ্রেড খ্রিষ্টধর্মের অনুসারী। অন্যদিকে মা ফাইজা মুসলমান।
কিলিয়ান এমবাপ্পের আন্তর্জাতিক ক্যারিয়ার:
তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে সাপোর্টাররা ক্যারিয়ার সম্পর্কে জানতে চেয়ে অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন তারা এখান থেকে জেনে নিতে পারেন তাদের প্রিয় তারকা এমবাপ্পের আন্তর্জাতিক ক্যারিয়ার কবে শুরু হয়েছিল।কিলিয়ান এমবাপের খেলা দেখে ফ্রান্সের তৎকালীন কোচ মুগ্ধ হয়েছিলেন 2014 সালে এমবাপ্পে অনূর্ধ্ব 17 দলের হয়ে খেলছেন, বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেন। সেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করায় ফ্রান্সের জাতীয় দলের কোচ তার খেলায় অনেক খুশি হন এরপর 2017 সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হন কিলিয়ান এমবাপ্পে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হওয়ার পর তিনি ফ্রান্সের হয়ে অনেকগুলো ম্যাচ দুর্দান্ত পারফর্ম করেন এখন পর্যন্ত তিনি ফ্রান্সের জাতীয় দলের হয়ে প্রায় 50 টি ম্যাচ খেলেছেন সেখানে তিনি প্রায় 50 টি গোল করেন।
ইতিহাসের অন্যতম দ্রুততম খেলোয়াড়
অসাধারণ ফিনিশিং ও ড্রিবলের জন্য দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিতি পেয়েছেন এমবাপ্পে। তবে ড্রিবল ও ফিনিশিং ছাড়াও প্রচণ্ড গতি এমবাপ্পেকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তোলে। ফ্রান্সের এ তারকা ফুটবলারকে ফুটবল বিশ্বের অন্যতম দ্রুততম খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ২০১৯ সালে মোনাকোর বিপক্ষে এক ম্যাচে এমবাপ্পের গতি ঘণ্টায় ৩৮ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। অন্যদিকে দ্রুততম মানব উসাইন বোল্ট ২০০৯ অলিম্পিকে ঘণ্টায় ৩৭.৫৮ কিলোমিটার বেগে দৌড়ে বিশ্বরেকর্ড করেছিল। অর্থাৎ একজন ফুটবলার হয়েও এমবাপ্পের গতি ক্ষেত্রবিশেষে উসাইন বোল্টের চেয়েও বেশি।
কিলিয়ান এমবাপ্পে প্রথম বিশ্বকাপ:
কিলিয়ান এমবাপ্পে একজন তরুণ খেলোয়ার তিনি অল্প বয়সে ফুটবল জগতে মহাতারকা হয়ে উঠেন, শুধু তাই নয় সর্বকনিষ্ঠ তরুণ খেলোয়াড় হিসেবে পেলের তার স্থান। 2018 সাল রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে এক দুর্দান্ত পারফর্ম করে দল বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান। শুধু তাই নয় 2018 বিশ্বকাপে ফাইনাল ম্যাচের গোলটি কিলিয়ান এমবাপ্পে করেন, কিলিয়ান এমবাপ্পে 2018 ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতেন।