আসসালামু আলাইকুম । কেমন আছেন, আশা করি অনেক ভাল আছেন । আমিও অনেক ভালো আছি । কাশফুল বা কাশবন পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না ।কাশফুল কে ভালোবেসে ভরাই আমার মন, আমার মতো এমন ভালোবাসে আর কয় জন?___আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে শুয়ে_ দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে।প্রকৃতির এক অনন্য সুন্দরের নাম হলো কাশফুল বা কাশবন । বিশেষ করে বিকেল বেলায় কাশফুল দেখতে অনেক সুন্দর লাগে কাশফুল নিয়ে একটি প্রবাদ আছে, নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা। আমাদের এখানে কাশফুল ও কাশবন নিয়ে আর্টিকেলগুলো সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে, এখান থেকে আপনারা উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা গুলো পড়তে পারেন।
শরৎকালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষভাবে বিভিন্ন চর অঞ্চলে কাশফুলের দেখা পাওয়া যায়। এটি ঘাড় জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে Saccharum spontaneum। যেসব জায়গায় কাশফুল জন্মে সেসব জায়গায় বাংলাদেশের সব জায়গায় মানুষ ঘুরতে পছন্দ করে। কাশফুল সাধারণভাবে ৩ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। নদীর ধারে বা বিভিন্ন চড়া অঞ্চলে কাশফুল ফোটে। যার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পায়। শরৎ আসলেই চারপাশে এই কাশফুলের দেখা পাওয়া যায়।
যার জন্য মানুষ বিভিন্ন জায়গায় শরৎকালে কাশফুলের খোঁজ করে থাকে। দেখা যায় এই দিনগুলোতে বেশিরভাগ মানুষ কাশফুল আছে এমন জায়গায় ভ্রমণ করে। পরবর্তীতে তারা সেখানে ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আপনি হয়তো আপনার প্রিয় মানুষকে নিয়ে জনপ্রিয় কাশফুল আছে এমন জায়গা ভ্রমণ করে এসেছেন। তাই কাশফুল নিয়ে উক্তি ও কাশফুল নিয়ে ছন্দ সংগ্রহ করতে চান।
কাশফুল নিয়ে স্ট্যাটাস
ফেইসবুক স্ট্যাটাস অথবা মেসেঞ্জারে প্রীয়জন অথবা মনের মানুষদের মাঝে কাশফুল নিয়ে স্ট্যাটাস অনেকেই দিতে পছন্দ করেন, তাদের কথা চিন্তা করে আজকের আর্টিকেল লেখা হচ্ছে কাশফুল নিয়ে স্ট্যাটাস। নিম্নে থেকে কাশফুল নিয়ে স্ট্যাটাস দেখুনঃ
> কাশফুলকে কাছে ডেকে বলতে চাই খুব, আমি তোমার, তুমি মোর, পার করবো এই যুগ।
> একটি কাশফুল মানে শরতের একটি সুন্দর সকাল।
> শরতে যখন আকাশে নীল বা সাদা মেঘের তুলো ভেসে বেড়াবে, ঠিক তখনই আমি কাশফুল ছিঁড়তে যাব।
> শরতে ফোটে বলে কাশফুল আমার এত্ত প্রিয়!
> কাশফুলের মেলায় চলে যাবো একদিন। সেই মেলা থেকে তোমার জন্য এক জোড়া কাশফুলের ঝুমকো এনে দেব। খুশি হবে তো? তোমার ওই চাঁদপানা হাসিমুখ একবার দেখতে পেলে এ জীবনের কাছে আমার আর চাওয়ার কিছুই নেই।
> কাশফুলের শিরায় শিরায় লেখা আছে তোমার আর আমার প্রেম গাঁথা!
তুমি ছুঁলে কাশফুল ও যেন প্রাণ ফিরে পায়। খুঁজে পায় সঞ্জীবনী শক্তি।
> কাশফুল প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার ।
> ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই_দেখি আমার শরত রানী কাশবনে আর নেই।
কাশফুল নিয়ে কবিতা
কাশকন্যা
শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!
ভাটির দেশে শুভ্র কাশবন
কেড়ে নিয়েছে মন,
নদীর তীর কত যে নিবিড়;
মন হয় উচাটন!
হাওয়ায় দোলে ফুলদল
উড়ে যেতে চায় সুদূরে;
মায়া-মমতায় আটকে আছে
পাশাপাশি অঙ্গাঙ্গীভাবে!
ফুলের মাঝে পাখীরা ওড়ে
প্রজাপতি নেচে চলে বাড়ি।
কাশকন্যাদের হাসির রেখায়
বিলীন হয়ে যায় পরী!
উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙাবে
মৃদুমন্দ পূবালী বায়!
কাশফুল নিয়ে ছন্দ
> কাশফুলের মায়ায় ধরে রেখো আমায়_ আর কোনদিনও ছেড়ে যাবো না তোমায় ।
> কাশফুল ! ও কাশফুল! কোথায় যাও তুমি?_ তোমাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে আমার এই জন্মভূমি ।
> কাশফুল কে ভালবেসে ভরাও আমার মন_ আমার মত ভাল বাসবে তোমায় আর কোন জন?
> কাশফুলের এই সুবাসে আমি বিমোহিত হই_ ওহে কাশফুল! এত গন্ধ তুমি পাও কই?
কাশফুল কে সাক্ষী রেখে বলতে চাই খুব_ আমি তোমার, তুমি আমার হয়েই পার করব এই যুগ।
কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন
> জীবন যৌবন পার হলেও কাশফুলের রুপ অপরিবর্তিত হয়ে থাকে।
> কাশফুল মানেই শরতকালের সৌন্দর্য বৃদ্ধি করা ।
> ওগো,! তোমার ছোঁয়া পেলে কাশফুল যেন নতুন রূপে সজ্জিত হয় ।
> কাশফুলেদের যত্নে স্নেহে বেড়ে তুলি। তোমায় ছুঁবে বলে তারা মহানন্দে বেড়ে ওঠে।
> কাশফুলের এই শুভ্রতা দিগ্বিদিকে ছড়িয়ে যাক, ফাটল ধরা দুঃখ যত, ঘুঁচে যাক, মুক্তি পাক।
> প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।
কাশফুল কে ছুঁলে যেন স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আর খুঁজে পাওয়া যায় আনন্দপুরীর ঠিকানা।