কাশফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী, ক্যাপশন ও কবিতা 2023

Native Banner

আসসালামু আলাইকুম । কেমন আছেন, আশা করি অনেক ভাল আছেন । আমিও অনেক ভালো আছি । কাশফুল বা কাশবন পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না ।কাশফুল কে ভালোবেসে ভরাই আমার মন, আমার মতো এমন ভালোবাসে আর কয় জন?___আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে শুয়ে_ দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে।প্রকৃতির এক অনন্য সুন্দরের নাম হলো কাশফুল বা কাশবন । বিশেষ করে বিকেল বেলায় কাশফুল দেখতে অনেক সুন্দর লাগে কাশফুল নিয়ে একটি প্রবাদ আছে, নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা। আমাদের এখানে কাশফুল ও কাশবন নিয়ে আর্টিকেলগুলো সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে, এখান থেকে আপনারা উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা গুলো পড়তে পারেন।

শরৎকালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষভাবে বিভিন্ন চর অঞ্চলে কাশফুলের দেখা পাওয়া যায়। এটি ঘাড় জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে Saccharum spontaneum। যেসব জায়গায় কাশফুল জন্মে সেসব জায়গায় বাংলাদেশের সব জায়গায় মানুষ ঘুরতে পছন্দ করে। কাশফুল সাধারণভাবে ৩ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। নদীর ধারে বা বিভিন্ন চড়া অঞ্চলে কাশফুল ফোটে। যার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পায়। শরৎ আসলেই চারপাশে এই কাশফুলের দেখা পাওয়া যায়।