আপনি কি কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিয়ে ভাবতেছেন নো টেনশন আজকে আমরা এখানে তুরে ধরেছি। কালনী এক্সপ্রেস ট্রেনের সমস্ত আপডেট তথ্য। কালনী এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন ঢাকা থেকে সিলেট আর সিলেট থেকে ঢাকা নিয়মিত চলাচল করে, প্রতিদিন অনেক যাত্রী সিলেট থেকে ঢাকা উদ্দেশ্যে যায়, এবং ঢাকা থেকে সিলেট আসে। ট্রেনটির প্রধান আকর্ষণ হচ্ছে ট্রেনটি বিলাসবহুল এবং ট্রেনটি দেখতে অনেক আকষর্ণীয় ও সুন্দর মডেলের ট্রেনটি যাত্রা শুরু করে ১৫ মে ২০১২ সালে। আর এই ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানতে চেয়ে দেখি অনেকেই অনলাইনে সার্চ করে থাকে। তাদেরকে বলব আপনারা বর্তমান ঠিক জায়গায় অবস্থান করতেছেন। এখান থেকে কালনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিতে পারবেন। নিচে পর্যায়ক্রমে কালনী এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ আপডেট তথ্য দেওয়া হল —
কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ট্রেনটি ঢাকা থেকে বিকাল ৩:০০ টায় ছেড়ে যায় এবং সিলেটে পৌঁছায় রাত সাড়ে ৯ টায়। ফিরতি যাত্রা সিলেট থেকে সকাল সোয়া ৬ টায় শুরু হয়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১ টায়। ঢাকা থেকে সিলেটের যাত্রা প্রায় ৬ ঘণ্টা ৩০ মিনিট।
কালনী এক্সপ্রেস ট্রেনের অন্যান্য স্টপেজ ও বিরতিস্থান | |||
সিরিয়াল নং | স্টেশনের নাম | ঢাকা থেকে (৭৭৩) | সিলেট থেকে (৭৭৪) |
০১ | বিমান বন্দর | ১৫.২৭ | ১২.১০ |
০২ | আজিম পুর | ১৭.১৫ | ১০.১৫ |
০৩ | শায়েস্তাগঞ্জ | ১৮.১৫ | ০৯.০২ |
০৪ | শ্রীমঙ্গল | ১৮.৫৭ | ০৮.২০ |
০৫ | শমশেরনগর | ১৯.২৮ | ০৭.৫২ |
০৬ | কুলাউড়া | ১৯.৫৭ | ০৭.২৫ |
০৭ | মাইজগাঁও | ২০.৩০ | ০৬.৫৩ |
কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা :
সিরিয়াল নং | আসন বিন্যাস | টিকিটির মূল্য (১৫% ভ্যাট) |
০১ | শোভন চেয়ার | ৩২০ টাকা |
০২ | প্রথম সিট | ৪২৫ টাকা |
০৩ | প্রথম বার্থ | ৬৪০ টাকা |
০৪ | স্নিগ্ধা | ৬১০ টাকা |
০৫ | এসি সিট | ৭৩৬ টাকা |
০৫ | এসি বার্থ | ১০৯৯ টাকা |
ঢাকা থেকে সিলেট কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ট্রেন নম্বর | 773 |
ঢাকা কমলাপুর রেলস্টেশন ছাড়বে | 3:00 PM |
বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে প্রস্থান | 3:32 PM |
সিলেটে আগমন | 9:30 PM |
ভ্রমণ ঘন্টা | 6 Hour 30 Min |
ছুটির দিন | Friday |
চেষ্টা করেছি কালনী এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্য দিয়ে আপনাকে সহযোগীতা করার । এরপরেও কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে।