এসআর ট্রাভেল বাস সমস্ত কাউন্টার ফোন নম্বর, রুটম্যাপ ও অন্যান্য তথ্য2023

Native Banner
আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ।তা হল এস আর ট্রাভেলস নিয়ে। আপনারা যারা বাস এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন তাদের জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট। আপনারা অনেকেই পরিবহনের ভাড়া গাড়ির সময়সূচী জানার জন্য গুগলে সার্চ করে থাকেন ।তাদের জন্যই আমরা নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এস আর ট্রাভেলস এর সকল কাউন্টার ও গাড়ি ছাড়ার সময় সূচি নিয়ে।এস  আর ট্রাভেলস বাংলাদেশের বাস পরিবহন সংস্থা গুলোর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ও আরামদায়ক পরিবহন সেবা প্রদানকারী একটি সংস্থা। তাই আপনি যদি এস আর ট্রাভেল সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই নিবন্ধটি আপনার জন্য। আজকের এই নিবন্ধে আমরা এস আর ট্রাভেলস অনলাইন টিকিট বুকিং কাউন্টার ঠিকানা এবং ফোন নম্বর ও ভারত তালিকা সম্পর্কে জানব।এসআর ট্রাভেলস (প্রা.) লিমিটেড দৃশ্যত একটি পারিবারিক মালিকানাধীন পরিবহন কোম্পানি যা 1978 সাল থেকে যাত্রীবাহী বাস পরিষেবা পরিবহনে বিশেষজ্ঞ। স্থানীয় পরিষেবাগুলির একটি বিনীত শুরু থেকে, আমাদের পরিবহন ব্যবস্থা বাংলাদেশের উত্তরবঙ্গ অঞ্চলে পৌঁছানো যায়। এটি নিঃসন্দেহে ভালোবাসা এবং যাত্রীদের কথা বিবেচনায় রেখে উন্নত পরিষেবা প্রদান এবং পরিবার এজন্য আপনি নিশ্চিন্তে এই বাসে ভ্রমন করতে পারেন। সুতরাং আপনি যদি এই বাসে ভ্রমন করতে চান তাহলে বাংলাদেশ বিভিন্ন জেলায় অসংখ্য কাউন্টার রয়েছে যেখানে আপনি সহজেই টিকিট বুক করতে পারেন বা সরাসরি টিকেট ভোগ করতে পারেন।

এসআর ট্রাভেলস টিকিট ভাড়া

এস আর পরিবহন বাংলাদেশের যে কোন জেলায় এর পরিবহন সেবা প্রদান করে থাকে। আমি এই নিবন্ধে এস আর ট্রাভেলস এর বিভিন্ন জেলার সাথে রাজধানী ঢাকার টিকিট মূল্য সংযুক্ত করব। যেহেতু এস আর ট্রাভেলস এর এসি নন এসি উভয় প্রকার টিকিট পাওয়া যায় তাই এসি নন এস আর ট্রাভেলস টিকিট মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই সব ধরনের টিকিট মূল্য আমি এই নিবন্ধের যুক্ত করলাম।

গন্তব্য নন এসি মূল্য এসি মূল্য
ঢাকা  থেকে বগুড়া নন এসি: টাকা 350 এসি বাস: টাকা 500
ঢাকা  থেকে গাইবান্ধা নন এসি: টাকা 450 এসি বাস: টাকা 650
ঢাকা  থেকে রংপুর নন এসি: টাকা 500 এসি বাস: টাকা 650
ঢাকা থেকে জয়পুরহাট নন এসি: টাকা 440 এসি বাস: টাকা 600
ঢাকা থেকে বুড়িমারী  নন এসি: টাকা 600 এসি বাস: টাকা 700
ঢাকা থেকে নীলফামারী নন এসি: টাকা 600 এসি বাস: টাকা 700
ঢাকা থেকে নওগাঁ নন এসি: টাকা 550 এসি বাস: টাকা 450

গাইবান্ধা ও নওগাঁও জেলার কাউন্টার সমূহ

পলাশবাড়ী কাউন্টার, (পোস্ট অফিস সংলগ্ন), বগুড়া রোড, পলাশবাড়ী, গাইবান্ধা জেলা, ফোনঃ 01710-905592.
গোবিন্দগঞ্জ কাউন্টার, সোনালী ব্যাংক ভবন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জেলা, মোবাইল: 01712-26063.
গ্যানাস মার্কেট, ডি, বি রোড কাউন্টার, গাইবান্ধা জেলা, ফোন: 62477, 01712-579545.
গাইবান্ধা পৌর বাসস্ট্যান্ড কাউন্টার, গাইবান্ধা জেলা শহর, মোবাইল: 0173-2678071.
নওগাঁ ঢাকা বাস ষ্ট্যান্ড কাউন্টার, নওগাঁও জেলা, ফোন: 6288, 01552-323264.