বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালমুআলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আয়োজন এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার, যোগাযোগের ঠিকানা, ভাড়ার তালিকা ও অনলাইনে টিকিট বুকিং এ। বাংলাদেশের জনপ্রিয় পরিবহন গুলোর মধ্যে অন্যতম পরিবহন হচ্ছে এনা পরিবহন। অত্যন্ত আনন্দদায়ক, ভরসা পূর্ণ এবং নিরাপদ পরিবহন নামে পরিচিত এনা পরিবহন। এনা পরিবহন এর এজেন্সিতে অনেক গাড়ি রয়েছে ও সব পরিবহন বিভিন্ন রুটে চলাচল করে।এবং টিকিট বুকিং অফিস তথ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩০ বছর ঊর্ধ্ব যাত্রায় এনা ট্রান্সপোর্ট হয়ে উঠেছে দেশের অন্যতম পরিবহন সেবা প্রতিষ্ঠান। এসি ও নন এসি 2 সার্ভিস এ পরিবহনে। আপনারা কি এনা পরিবহনের টিকিট কাউন্টার ঠিকানা কিংবা অনলাইনে কিভাবে বুকিং করবে সেই সম্পর্কে খুজতেছেন। হ্যাঁ বন্ধুরা আজকের এই আর্টিকেল থেকে অনলাইন টিকিট বুকিং কাউন্টারে ঠিকানা নাম্বার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এনা পরিবহন এর হেড অফিস:
- এনা পরিবহনের হেড অফিস ঠিকানা: ৭১/১ শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, ঢাকা ১২০৮
- অফিস খোলা থাকে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
- যোগাযোগের নাম্বার: ০১৯৩২৮০০২০০
এনা পরিবহনের সুবিধা:
১. বসার আসন সমূহ খুবই আরামদায়ক
২. টিভির ব্যবস্থা রয়েছে।
৩. এসি বাসে রয়েছে মিনারেল ওয়াটারের বোতল,রয়েছে টিস্যু এবং কম্বল সরবরাহ।
৪. এয়ার ফ্রেশনার এবং এরোসল রয়েছে।
৫.এয়ারকন্ডিশন ব্যাবস্থা
এনা পরিবহনের অনলাইন টিকিট বুকিং:
এনা পরিবহন বাংলাদেশের সকল জেলায় পরিষেবা প্রদান করে থাকেআপনাদের ব্যস্ততার মধ্যে যদি কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে না পারেন তাহলে অনলাইনে টিকিট বুকিং করা যাবে এনা পরিবহন এর। অনলাইনে টিকিট বুকিং করার জন্য এনা পরিবহন দু’টি অপশন দিয়েছে। প্রথমতঃ আমার ফোনের মাধ্যমে বুকিং করতে পারবেন। দ্বিতীয়তঃ ওয়েব সাইটে প্রবেশ করে লগইন দিয়ে এনা পরিবহন সিলেক্ট করে বুকিং করতে পারবেন।মানুষ এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কাটতে পারে। আপনি চাইলে এনা পরিবহনের বাসের টিকিট এখন ঘরে বসে কাটতে পারবেন।
অত্যাধুনিক গাড়ি বহরে জনপ্রিয় ‘এনা পরিবহন’:
“এনা পরিবহনের বাস সুন্দর ঝকঝকে। এ পরিবহনের মালিক যেমন সুন্দর তেমনি তার বাসগুলো রাস্তায় চমৎকার দেখা যায়।কর্তৃপক্ষ জানায় , প্রাথমিক তদন্তে দেখা গেছে মহিলা অসুস্থ হয়েছিলেন। কোন হয়রানির ঘটনার সত্যতা পাওয়া যায়নি। বরাবরই যাত্রীরা নিরাপদে বাড়ি যেতে এনা পরিবহনকে বেছে নিচ্ছেন।যাত্রীদের সুবিধা দিতে ঢাকা জুড়ে কাউন্টার বিস্তৃত করেছে এনা। এ কারণে যাত্রীরা উত্তরা, আব্দুল্লাহপুরসহসহ বাসার পাশে কাউন্টার সুবিধা পাচ্ছেন।এনা পরিবহন খুব ভালো সার্ভিস প্রদান করার কারণে,২০১৯-২০২০ সালে গুগুলো টিকিট বিক্রিতার দিক থেকে সব বাসের উপরে অবস্থান। এমনকি যাত্রীর মনে জায়গা করে নিয়েছে খুব সহজেই। এনা পরিবহনের বাস বাংলাদেশের বিভিন্ন জেলায় চলাচল করে। এবং তাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের সার্ভিস যেমন-এসি বাস, নন এসি বাস। আপনি যদি উন্নত মানের সেবা নিয়ে এসি প্লাটফর্মে এনা পরিবহনের যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে সিলেটের ভাড়া একটু বেশি দিতে হবে।
এনা পরিবহনের ভাড়ার তালিকা:
- ঢাকা থেকে চট্টগ্রাম-জনপ্রতি ভাড়া হিসেবে ৪শ’ ৮০ টাকা ঢাকা থেকে
- কক্সবাজার-জনপ্রতি ভাড়া ৮০০ টাকা
- ঢাকা থেকে টেকনাফ-ভাড়া জনপ্রতি ৯শ’ টাকা
- ঢাকা থেকে বান্দরবন-জনপ্রতি ভাড়া ৬শ’ ২০ টাকা (এসি ছাড়া)
- ঢাকা থেকে রাঙামাটি-জনপ্রতি ভাড়া ৬২০ টাকা ঢাকা থেকে
- খাগড়াছড়ি-জনপ্রতি ভাড়া ৫২০ টাকা
বাংলাদেশে অবস্থিত এনা পরিবহনের টিকিট কাউন্টারের নাম এবং যোগাযোগ নম্বর:
মিরপুর সারে এগার সিটি ক্লাব, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802731, 01878-059201
আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802729, 017989-11752, 01610-449903, 01872-625733
মিরপুর ১০, ঢাকা
যোগাযোগের নম্বর- 01878-059201
মিরপুর -১১, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802731
কাচপুর, ঢাকা
যোগাযোগের নম্বর- 01872-695909
টার্মিনাল, কক্সবাজার
যোগাযোগের নম্বর- 0188-059206
সায়েদাবাদ হাইওয়ে, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802738, 01872-604478
মাজার গেট, সিলেট
যোগাযোগের নম্বর- 01611-950750
এনা পরিবহন এর কিছু বিবিধ:
১.মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোন আসনের ব্যবস্থা নাই।
২. নন এসি বাসে অডিও ভিডিও দেখার সুব্যবস্থা রয়েছে।
৩. এনা পরিবহনে দাঁড়িয়ে কোন যাত্রী নেওয়া হয় না।
শেষ কথা:
আশা করি, এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………