একজন বাবার দেয়া সেরা উপদেশ ও কিছু কথা 2023

Native Banner
বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একজন বাবার দেয়া সেরা উপদেশ ও কিছু কথা নিয়ে ।যারা একজন বাবার দেয়া সেরা উপদেশ ও কিছু কথা খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে একজন বাবার দেয়া সেরা উপদেশ ও কিছু কথা নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।

বাবাকে নিয়ে কিছু কথা:

বাবা হলেন পৃথিবীর একমাত্র ব্যক্তি, যিনি শত চিন্তা মাথায় নিয়েও তার সন্তানদের কে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। বাবার ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা মলীন।বাবা প্রত্যেকটি সন্তানের জীবনের জন্য সুপার হিরো। একজন ভালো বন্ধু এবং একজন ভালো গাইড, জীবনে চলার ক্ষেত্রে পথপ্রদর্শক এবং সব সময় অনুকরণীয় ব্যক্তি।বাবা হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি নিজে না খাইয়ে সন্তান কে খাওয়ানোর জন্য চেষ্টা করেন। সন্তান যেন বড় হয়ে জীবন কিছু করতে পারে এজন্য বাবা দিনরাত পরিশ্রম করে সন্তানের লেখাপড়া করার জন্য টাকা উপার্জন করে। বাবার ছায়ায় একজন সন্তান সবসময় আমার জন্য নিরাপদে থাকে। জীবনে চলার ক্ষেত্রে যতই ভুল ভ্রান্ত হোক না কেন বাবা সব সময় পাশে থাকন এবং সবসময়ের জন্য সাহস যুগিয়ে তোলেন। প্রতিটি সন্তানের জন্য বাবা হল একজন সুপারস্টার। প্রতিটি সন্তানের জীবনে বাবার ভূমিকা অত্যন্ত অপরিসীম। আবার ভালোবাসা যে কতটা দামি সেটা শুধু একবার সন্তানের বুঝতে পারেন। একটা বাবা গাছ হয়ে সবসময় জন্য সন্তানকে ছায়া দিয়ে থাকেন। বাবাকে কখনো অন্য কারো সাথে তুলনা করা যায় না।

🧔একজন বাবার দেয়া সেরা উপদেশ🙍‍♂️

১। ছেলে হয়ে জন্মাইছো, দায়িত্ব এড়িয়ে যেয়ো না।
২।বড় নয়, মানুষ হবার চেষ্টা করবা। তবেই বড় হবা।
৩।যখন রাস্তায় হাটবে দেখে হাটবে, কেউ পড়ে গেলো কি না।
৪।কখনো কাউকে ছোট করে দেখবা না, নইলে তুমি ছোট হয়ে যাবে।
৫। কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়ো না, সে লজ্জা পেতে পারে।
৬।বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে।
৭।তোমার কি আছে তোমার গায়ে লিখা নেই, কিন্তু তোমার ব্যবহারে আছে।
৮।এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে।
৯। সবসময় শুধু দেওয়ার চেষ্টা করবা। মনে রাখবা প্রদান কারির হাত সর্বদা উপরেই থাকে।
১০।পড়াশুনা করে জীবন উন্নত করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

১১।শ্বশুড় কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিয়ো যাতে তার মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১২।কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করবে না, কেননা কেউই তার বাড়ির খাবার অস্বাদ করার চেষ্টা করেনা।