বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি তা হল ঈমান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বানী ও কবিতা ঈমান কথাটি সাধারণত ইসলাম ধর্মীয় ব্যক্তিদের মধ্যে ব্যবহার হতে দেখা যায়। সাধারণভাবে এর অর্থ হল বিশ্বাস স্থাপন করা। ইসলামের যে সকল বিষয় রাসূল (সাঃ) হতে অকাট্যরূপে বর্ণিত ও প্রমাণিত তা মন থেকে মেনে নেওয়া এবং বিশ্বাস করার নামই হল ঈমান। ইসলামের প্রতি দাওয়াত দিতে গেলে সর্বপ্রথমে এই ঈমান নিয়ে আলোচনাকে আরো সমৃদ্ধ করার জন্য ঈমান সম্পর্কে বাণীর প্রয়োজন পড়ে। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “ঈমান” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন।
ঈমান নিয়ে উক্তি
কোন পাপ করার জন্য আপনার কামনা যত বড় হবে, সেই পাপকে এড়িয়ে গেলে আপনার ঈমান তত বড় হবে।”
– শাইখ মুহাম্মদ বিন আল-উসাইমিন (রঃ)
তোমরা যেরুপে ঈমান এনেছো, তদ্রুপ তারাও যদি ঈমান আনে তাহলে নিশ্চয়ই তারা সুপথপ্রাপ্ত হবে।” – সূরা বাকারা: ১৩৭আমার অন্তর প্রায় উড়ে যাবার অবস্থা হয়েছিল এবং সেটাই ছিল প্রথম মুহুর্ত তখন ঈমান আমার হৃদয়ে প্রবিষ্ট হয়েছিল।”
– সহীহ বুখারি: ৪৮৫৪
মানুষের মধ্যে কিছু লোক এমন আছে, যারা বলে আমরা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান আনয়ন করেছি; অথচ তারা মুমিন নয়।”
– সূরা বাকারা: ৮
কারো প্রতি ভালবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা-তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত।”
– হযরত আলী (রাঃ)
তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ।”
– আল হুজরাত: ১৫
ঈমান আনার পর যারা কুফরী করে এবং যাদের সত্য প্রত্যাখ্যান, প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে তাদের তওবা কখনো কবুল হবে না। এরাই পথভ্রষ্ট।”
– আল ইমরান: ৯০
“ব্যভিচারী ঈমান থাকা অবস্থায় ব্যভিচারে লিপ্ত হতে পারে না।”
– হযরত মুহাম্মদ (সাঃ)
“এসো আমরা আমাদের ঈমানকে বাড়ায়, চলো আমরা আল্লাহকে স্মরণ করি।”
– উমর ইবনুল খাত্তাব (রাঃ)
আল্লাহর উপর বিশ্বাস রাখা, তার ফেরেশতা, আসমানী কিতাব এবং তার রাসূলগণের উপর বিশ্বাস রাখা, পরকাল এবং ভাগ্যের ভাল-মন্দের উপর বিশ্বাস রাখার নামই ঈমান।”
– হযরত মুহাম্মদ (সাঃ)
আপনার পছন্দের সবকিছু থাকার মাঝে সত্যিকারের সুখ নেই বরং আপনার যা কিছু আছে তা পছন্দ করার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। এটাই হলো ঈমানের ষষ্ঠ স্তম্ভ তাকদীরে (ভাগ্যে) বিশ্বাস করা।”
– ড. বিলাল ফিলিপস
ঈমান নিয়ে কবিতা
কেন আজ অপসংস্কৃতি, বুকে বয়ে আনো,
জন্মদাতারে ভুলে গিয়ে, যম দাতারে চিনো।
আযান নাকি শব্দদূষণ, বেশ্যার ধ্বনি বাজে,
তোদের ঐ ঈমান দেখে, শয়তান মরে লাজে।
হজ্জ-তাবলীগ, কুরবানিতে কেন এত বিরোধ ?
কার দালালীতে নিমগ্ন তুই, হারিয়ে মূল্যবোধ।
কথিত পিতার অপমানে, পাল্টে ফেলো রূপ,
মক্কার জ্যোতি মুহাম্মদের বেলায় থাকিস কেন চুপ ?
আল্লাহ্র উপর পূর্ণ আস্থা, যাবেনা কেন রাখা ?
কোন সে প্রভু তোর, চালায় ঈমানের চাকা ।
এক আল্লাহতেই যদি, তোর না থাকে বিশ্বাস,
কোন সে শয়তান শক্তিতে, করিস পূর্ণ আশ্বাস।
ঈমানদারের রূপ ধরিয়া, করিস ঈমান চুরি,
মুসলিম নয়, মুরতাদ তুই, করিস মুশরিক গিরি।