ঈদ মোবারক অর্থ কি? ঈদুল আযহা কুরবানীর ফজিলত জানুন 2023

Native Banner
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সামনে একটি মূল্যবান আর্টিকেল নিয়ে আলোচনা করব আপনারা যারা ঈদ অর্থ কি ঈদুল আযহার কোরবানির তাৎপর্য কি কোরবানি করলে কি হয় ,কত পরিমান সম্পদ থাকলে একজন মানুষের উপর কোরবানি ফরজ হয় ।এসব তথ্য জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন। তাদেরকে আমাদের আজকের এই পোস্টে স্বাগতম। আপনারা আমাদের এই পোষ্টের সাহায্যে খুব সহজেই ঈদের অর্থ কি এবং ঈদুল আযহায় কোরবানি করলে কি ফজিলত পাওয়া যায় এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারবেন। তাই আপনারা আর দেরি না করে গুরুত্ব সহকারে আমাদের পোস্টটি পড়ুন।

ঈদুল আযহা:

ঈদ উল আযহা বা ঈদ উল আজহা বা ঈদ উল আধহা (আরবি: عيد الأضحى‎, প্রতিবর্ণী অনুবাদ ‘ত্যাগের উৎসব। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়।ঈদুল আযহা মূলত আরবি শব্দ।ঈদুল আযহা অর্থ হলো ‘ত্যাগের উৎসব‘ ।এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ‘ত্যাগ করা‘।ইসলামি চান্দ্র পঞ্জিকায়, ঈদুল আযহা জ্বিলহজ্জের ১০ তারিখে পড়ে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।এই দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে।

ঈদের দিনের বিশেষ আমল:

প্রিয় বন্ধুরা আপনারা যারা ঈদের দিনের বিশেষ আমল সংগ্রহ করার জন্য নেটে সার্চ করে থাকেন তাদের জন্য আমি কিছু ঈদের দিনের বিশেষ আমল দিয়ে দিলাম। যাদের প্রয়োজন তারা খুব সহজেই আমার আর্টিকেল থেকে আপনার প্রয়োজনীয় ঈদের দিনের বিশেষ আমলগুলো ডাউনলোড করতে পারবেন। ঈদের দিন মুমিন মুসলমানের অনেক গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। নিজেকে পরিপাটি ও সুন্দর করে সাজিয়ে নেয়ায় এসব আমল পালন করতে হয়।
1. মিসওয়াক ও গোসল করা;
2. উত্তম পোশাক পরিধান;
3. নামাজের আগে কিছু না খাওয়া;
4. ফেরার পথে রাস্তা পরিবর্তন;
5. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া-আসা;
6. ঈদগাহে যাওয়া-আসার পথে তাকবির বলা;
7. শিশুদের ঈদগাহে নিয়ে যাওয়া;
8. ঈদগাহে নামাজ আদায়;9. মসজিদে ঈদের নামাজ;
10. ঈদের দিন কবর জিয়ারত।

ঈদের নামাজ:

মুসলিমগণ ঈদুল আযহার নামাজ মসজিদে বা খোলা মাঠে আদায় করে থাকেন।ঈদের নামাজ দুই রাক্বাত।ঈদের নামাজ ওয়াজিব নামাজ।ঈদের নামাজ শেষে ইমামের জন্য খুৎবা পড়া সুন্নত ও মুছুুল্লিদের জন্য খুৎবা শোনা ওয়াজিব। ঈদের নামাজের আগে মুসল্লিরা জোরে জোরে “তাকবীর” উচ্চারণ করে।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা-ইলাহা ইল্লাল্লাহু,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ।