পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে জানাচ্ছি ঈদ মোবারক।সকল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ মোবারক।এছাড়া ঈদ মানেই হচ্ছে সর্বোচ্চ আনন্দের একটি দিন। যে দিনটিতে আমরা প্রতিনিয়ত সকল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিত এবং অপরিচিত সকল স্তরের মানুষের মধ্যে ওই দিনটিতে ঈদ মোবারক স্ট্যাটাস মেসেজ এসএমএস কবিতা এবং বিভিন্ন পিকচার আদান প্রদান করে থাকেন। তাই আমরা এখানে ঈদ মোবারক সকল আয়োজনের পরিপূর্ণতা অর্জন করার নিমিত্তে সাধ্যমত সকল আয়োজন উপস্থাপন করেছি। যা থেকে প্রতিটি মুসলমান ঈদের দিনটিতে সর্বোচ্চ আনন্দের মধ্য দিয়ে উদযাপন করতে পারেন। অনেকেই ইন্টারনেটে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানতে চেয়ে অনুসন্ধান করছেন। তাদের জন্য আজকের এই পোস্ট এ ঈদুল ফিতরের শুভেচ্ছা তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের সবার ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্ট অনেক ভালো লাগবে। কারণ বিশ্বের সকল মুসলিমের জন্য ঈদুল ফিতর একটি বড় উৎসব। এই দিনে সবাই ঈদুল ফিতরের শুভেচ্ছা একজন আরেক জনকে পাঠিয়ে থাকে। তাই এখান থেকে দেখে নিন ঈদুল ফিতরের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, এসএমএস ও ছবি।
ঈদ মোবারক কিভাবে উদযাপন করবেন ?
ঈদ মোবারক স্ট্যাটাস:
বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
ঈদ মোবারাক
নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক
পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ।
“ঈদের অভিনন্দন”
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক
যেমন ছিলাম, তেমন আছি।
বন্ধু তোমার পাশাপাশি।
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে মিছি?
যদি তোমায় ভুলে জেতাম,
তাহলে কি এসএমএস করে
” ঈদ মোবারক” জানাতাম ?
“EID MUBARAK”
… 人
.. ( ◎ )
..║ ∩║ 人
..║ ∩║_ .-:”’”””;-.
..║ ∩║ (((|)))
..║ ∩║∩∩∩∩∩∩║ .
পবিত্র ঈদ মোবারাক
প্রেমিকা কে খুশি করার এসএমএস:
সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা । আশা করি সবাই ভালো আছেন আর দিন কালও ভালো যাচ্ছে । যাহোক আজ আপনাদের জন্য এখানে কিছু সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা বার্তা বা মেসেজ বাণী নিয়ে আসলাম । আশা করি সবার কাছে এই ঈদের শুভেচ্ছা মেসেজ বা বার্তা গুলো ভালই লাগবে।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমার পক্ষ থেকে তোমাকে জানাই ঈদ মোবারক। ঈদের দিনটি অনেক অনেক সুন্দরভাবে কাটাও পরিবার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কে নিয়ে অনেক আনন্দে উদযাপন করো এবং অনেক খুশি থাকো। ঈদ তোমারও তোমার পরিবারে অনেক অনেক আনন্দ খুশি বয়ে আনুক এই কামনায়
ঈদ মোবারক………
আগামীকাল হল মুসলিমদের সবচেয়ে বড় দুটি উৎসবের প্রথম উৎসব পবিত্র ঈদুল ফিতর। আমার পক্ষ থেকে তোমাকে ও তোমার পরিবারের কে জানাই ঈদ মোবারক। সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ পালন করো। উৎসব মানে শুধু নিজের একার আনন্দ নয় তোমার চারপাশে গরিব-দুঃখী মানুষ এবং প্রতিবেশী সবাইকে নিয়ে ও সবার সাথে ঈদের খুশি ভাগ করে নাও দেখবে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।
ঈদ মোবারক………
আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন। আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন। তার একটাই কারন, আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক……….
বলছি আমি আমার কথা, ঈদে থাকবে নাকো মনের ব্যাথা, আমার জীবনে অনেক চাওয়া, ঈদ থেকে সব পাওয়া, ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক…………
যে দিন দেখবো ঈদ এর চাঁদ খুশি মনে কাটাবো রাত নতুন সাজে সাজব সেদিন সেদিন হলো ঈদের দিন আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক………….
ফুল সুবাস দেয়,
দৃষ্টি মনচুরি করে,
খুশি আমাদের হাসায়,দুঃখ আমাদেরকাদায় ,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
ঈদমোবারাক………
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক………..
দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
ঈদ মোবারাক ……….
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ।
ঈদের হাওয়া লাগুক প্রাণে,
মন ভরে যাক নতুন গানে !!
ঘুম ঘুম চোখে স্বপ্নীল চাওয়া
ঈদে হোক সব কিছু পাওয়া ।।
ঈদ মোবারক ………
হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন
ঈদ মোবারক ………
নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক………
ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
ঈদ মোবারাক……….
সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি
ঈদ মোবারাক……….
কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক………
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
শুভ ঈদ মোবারাক ……..
শুভ রজনী, শুভ দিন-
রাত পরোলেই ঈদের দিন-
উপভোগ করবে সারাদিন-
ঈদ পাবে না প্রতিদিন-
দাওয়াত রইলো ঈদের দিন-
ঈদ মোবারাক ……..
পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারাক ……..
শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট?
Wishing from heart
ঈদ মোবারাক ……..
রমজান মাস এলো,
রহমতের ১০ দিন গেল,
মাগফিরাতের ১০ দিন গেল,
নাজাতের ১০ দিন গেল,
সব শেষে মহা আনন্দের ঈদ এলো সবার মন খুশিতে ভরে গেল
ঈদ মোবারক………
ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
ঈদ মোবারাক ……..
নম্বর ঈদ মোবারক স্ট্যাটাস
হাঁসের ডিন মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদের দিন দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি ।
ঈদ মোবারাক ……..
যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ,
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন।
ঈদ মোবারাক ……..
ইদের দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
অনেক কথা জমে আছে, বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোন দিন পাবে না তুমি আমার দেখা ।
মেঘলা আকাশ মেঘলা দিন,
ইদের বাকি এক দিন,
আসবে সবার খুশীর দিন,
কাপর চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ইদের দিন ।
ঈদ মোবারাক ……..
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,
তুমি বরষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই
ঈদ মোবারাক……….
সারা দেশে চলছে ঈদের উৎসব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
সবাইকে
ঈদ মোবারক………
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
ঈদ মোবারক………
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায়
ঈদ মোবারক………..
এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি
ঈদ মোবারক………..
কষ্টের আড়ালে সুখের হাসি
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি,
তাই প্রতিটা জীবনের প্রতিটা স্ময় শুভ হোক
সবাইকে জানাই,
ঈদ মোবারক………..
আজকে বাসো ভালো
তাড়াও মনের কালি
মিষ্টি চাঁদের হাসি দেখে
হৃদয় করো আলো
ঈদ মোবারক……….
শুভ ক্ষণ শুভ দিন
মনে রেখো চির দিন
কষ্টগুলো দূরে রেখ,
স্বপ্নগুলো পূরণ করো
নতুন ভালো স্বপ্ন দেখো
আমার কথা মনে রেখ
ঈদ মুবারক………..
ঈদের দিনের আনন্সটা হয়না কখনো সীমাহীন
যা শুধু রগে রঙ্গিন
দোয়া করি বন্ধু তদের
ঈদের দিনটা হোক মলিন
সুখের সাথে কাটে
যেনো সারাদিন
ঈদ মুবারক………..
বন্ধুবান্ধব সবাইকে ব্লছি আমি আজ
ঈদের দিন আসবে তোমরা
করবেনা ফাকিবাজ
ঘুরবো সবাই একসাথ এঈদের দিনটা ঘিরে
চলে গেলে পাবোনা
আর এই দিন ফিরে
সবাইকে জানাই
ঈদ মুবারক………..
তোমার জন্য আছে আমার এক বুক ভালোবাসা
ঈদের দিন ঘুরবো দুজনে মিটবে মনে আশা
তোমাকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা
ঈদ মুবারক………..
বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা
আমার জীবনে অনেক চাওয়া
ঈদ থেকে সব পাওয়া
ঈদের প্রতি তাই
এত্ত ভালোবাসা, ঈদ মুবারক
তোমায় আমি জানাই আজ ঈদের শুভেচ্ছা
আসবে কিন্তু না আসলে একদ্ম মার খাবে
কি ভয় পাইছো ?
আরে বাবা ভয় কেনো পাচ্ছ?
চলে এসো আমার বাড়ি
ঈদ মুবারক………….
ঈদের দাওয়াত তোমার তরে-
আসবে তুমি আমার ঘরে,
কবুল করো আমার দাওয়াত-
না করলে পাবো আঘাত,
তখন কিন্তু দেবো আড়ি-
যাবো না আর তোমার বাড়ি-
ঈদ মোবারাক ……..
শেষকথা:
একটা কথা বলতে চাই পাঠকদের উদ্দেশ্যে, আমার আর্টিকেলটিতে যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয়ে পোষ্ট তৈরি করার জন্য।তাই আমার আর্টিকেল পড়ে যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আর্টিকেলগুলো যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে আমার ওয়েব সাইটের একজন নিয়মিত ভিজিটর হবেন বলে আমি আশাবাদী।