বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ঈদুল আযহা নিয়ে কিছু কথা ও সেরা ফানি স্ট্যাটাস।যারা ঈদুল আযহা নিয়ে কিছু কথা ও সেরা ফানি স্ট্যাটাস খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে ঈদুল আযহা নিয়ে কিছু কথা ও সেরা ফানি স্ট্যাটাস আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
ঈদুল আযহা নিয়ে কিছু কথা:
পাঠক বন্ধুরা আমরা সবাই জানি যে ঈদ শব্দটি শুনলেই আমাদের মনে একটা খুশির মনোভাব গড়ে ওঠে কেননা আমরা সবাই জানি যে মুসলমানদের জন্য ঈদ একটি অনেক আনন্দের দিন ঈদ আসলে সবাই আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যায়। এ সব শুনলে আমাদের মনে খুশি ভাব গড়ে ওঠে আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি এই ঈদের দিনে কি করবে কে কি ড্রেস পড়বে কে কোন আত্মীয় স্বজন প্রিয় বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে যাবে কে কি এসএমএস দিবে তার প্রিয় বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে ফেসবুকে কে কি স্ট্যাটাস দিবে এমন সব বিভিন্ন চিন্তাধারা আমাদের মাথার ভিতরে ঘুরতে থাকে।আমাদের এত বেশি আনন্দ যে আমরা ভুলেই যাই কষ্ট দুঃখ গুলোর কথা ঈদের দিন আমরা যতই কষ্টই থাকি না কেন সেই কষ্ট আমাদের মনে থাকে না ।আর এই ঈদ হচ্ছে আমাদের মুসলিম জনগণের সব থেকে বড় আনন্দ উৎসব এই সময়টির জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকি। দীর্ঘ এক বছর অপেক্ষার পর আমরা এই উৎসবের দিনটি দেখা পাই। বছরে মুসলমানদের জন্য দুইটি ঈদ উদযাপন হয় একটি হল ঈদুল ফিতর আর অন্যটি হলো ঈদুল আজহা ঈদুল আযহা আসলে একটি অনেক উৎসর্গ বা ত্যাগের ঈদ ।এই ঈদে মুসলমানের অনেক ত্যাগ করে প্রিয় জিনিসটিকে কুরবানী করে।
ঈদুল আযহা নিয়ে কিছু সেরা ফানি স্ট্যাটাস:
- ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশীর দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরুপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রন ।
🌙 ঈদ মোবারক…………….
2. আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
🌙 ঈদ মোবারক…………….
3. চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়…
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়…
মনের গভীর থেকে মিষ্টি
SMS দিয়ে সবাই কে জানাই
ঈদের শুভেচ্ছা।
🌙 ঈদ মোবারক…………….
4. হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন ।
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন।
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন..
🌙 ঈদ মোবারক…………….
5. কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ,
আর সেই ত্যাগ বিসর্জন দিয়ে
গরিব দুঃখী অসহায় মেহনতী মানুষের,
খোঁজ খবর নিয়ে সাধ্যমত
সাহায্য সহযোগিতার বিনিময়
তাদেরকে নিয়ে ঈদ উদযাপন করা হচ্ছে,
ঈদুল আযাহার শুভেচ্ছা।
🌙 ঈদ মোবারক…………….
6. এই পবিত্র ঈদে,
আল্লাহর অপরিসীম আশীর্বাদ
তোমার ওপর পড়ুক
তোমার জীবন সুখ আনন্দে
পরিপূর্ণ থাকুক।
🌙 ঈদ মোবারক……………
7. পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
🌙 ঈদ মোবারক……………
8. আজ সারা বিশ্ব ঘরবন্দী,
কিন্তু থেমে নেই সময় আর আবেগ অনুভূতি গুলো।
আগামী ঈদটা পাবার আশায়,
এবারের ঈদের আনন্দটা না হয়।
শুধুমাত্র পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন,
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
🌙 ঈদ মুবারক………..
9. এই উৎসবের দিনে,
আল্লাহ তোমার জীবন আনন্দে ভরে তুলুক,
তোমার মনে ভালোবাসার সঞ্চার হোক,
তোমার আত্মা আল্লাহকে স্মরণ করুক,
এবং তোমাকে জ্ঞান প্রদান করুক।
🌙ঈদ মুবারক…………
10. আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
🌙 ঈদ মুবারক………….
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই পোষ্টের মাধ্যমেঈদুল আযহা নিয়ে কিছু কথা ও সেরা ফানি স্ট্যাটাস 2022 আলোচনা করেছি। আশা করি, এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………