ঈদুল আযহা নিয়ে কিছু কথা:
‘ঈদ মোবারক’ হল একটি আরবি শব্দ।‘ঈদ মোবারক’ অর্থ হল “আনন্দ উদ্যাপন কল্যাণময় হোক”। সমগ্র পৃথিবীর মুসলমানরা এই সম্বোধনটি প্রধানত ঈদ-দুল আযহা এবং ঈদ-দুল ফিতরের উৎসবগুলিতে ব্যবহার করে থাকেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। মুসলিম রীতিতে চাঁদ দেখার পরেই শুরু হয়ে যায় প্রিয়জনদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের এক মধুর পর্ব ।কোরবানির রক্ত এবং মাংস আল্লাহর নিকট পৌঁছায় না শুধু নিজস্ব তাকওয়া ছাড়া। প্রতাপশালী ব্যক্তিবর্গ উট দুম্বা কোরবানি করে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে গরু কুরবানী হয়ে থাকে।সাধ্যের মধ্যে গরু কুরবানী বিশ্বব্যাপী রেকর্ড ছাড়িয়ে যায়। ছাগল ভেড়া এমনকি একটি মুরগি কুরবানী করা হলেও এইদিন সকলেই বেশি পরিমাণে গোশত খেতে পারেন। সকল মুসলিম পরিবারের মধ্যে ঈদুল আযহার দিনে গোশত বাড়ি বাড়ি পৌঁছে যায়। সুতরাং, গরুর গোশত দিয়ে ফানি এসএমএস গুলো যে কেউ অন্যকে পাঠিয়ে আনন্দের পথ প্রশস্ত করতে পারেন।সারা বিশ্বের মানুষের কাছে কাছে এটি তাই ‘খুশির ঈদ’ হিসেবেই জনপ্রিয়তা লাভ করেছে । প্রত্যেক বছরই ধর্মপ্রাণ মুসলমানেরা এই পবিত্র মাস ও পবিত্র দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এবং তাদের মধ্যে এই উৎসব নিয়ে উৎসাহ এবং উদ্দীপনা থাকে অনাবিল। খুশির ঈদ উপলক্ষে শুভেচ্ছাবাণীর সম্ভার সাজিয়ে নিয়ে এসেছি আমরা আপনাদের সুবিধার্থে ।