ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, উক্তি ও ছবি 2024

Native Banner

০ঈদুল আযহা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একটি ত্যাগের মহিমা। ঈদুল আযহা মুসলিমদের জন্য একটি খুশির দিন ঈদুল আযহার দিন সকল ধর্মপ্রাণ মানুষ সকালে ঘুম থেকে উঠে গোসল করে মিষ্টিমুখ করে ঈদগা মাঠে যান নামাজ আদায় করার জন্য। নামাজ শেষে প্রত্যেক মুসলিম একে অপরের কাছে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করে থাকেন তারপর বাড়িতে গিয়ে ঈদের পশু কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কোরবানির শেষ করে কোরবানি মাসে সঠিক ভাবে ভাগ বাটোয়ারা করে এভাবেই ঈদ উদযাপন করে থাকেন।

ঈদুল আযহা শব্দের অর্থ হল ত্যাগের মহিমা পুত্রকে কুরবানী দেওয়ার জন্য আরাফাতের ময়দানে নিয়ে যান তখন শুধুমাত্র আল্লাহতালার হুকুম মোতাবেক হযরত ইব্রাহিম এই ত্যাগ করেন। কিন্তু আল্লাহর নিজের অনুযায়ী সেদিন হযরত ইব্রাহিমের পুত্র কুরবানী না হয় একটি পশু কুরবানী হয়েছিল তাই তখন থেকে এই কুরবানী প্রচলন হলেও এখন আর সেই যুগ নেই।