০ঈদুল আযহা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একটি ত্যাগের মহিমা। ঈদুল আযহা মুসলিমদের জন্য একটি খুশির দিন ঈদুল আযহার দিন সকল ধর্মপ্রাণ মানুষ সকালে ঘুম থেকে উঠে গোসল করে মিষ্টিমুখ করে ঈদগা মাঠে যান নামাজ আদায় করার জন্য। নামাজ শেষে প্রত্যেক মুসলিম একে অপরের কাছে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করে থাকেন তারপর বাড়িতে গিয়ে ঈদের পশু কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কোরবানির শেষ করে কোরবানি মাসে সঠিক ভাবে ভাগ বাটোয়ারা করে এভাবেই ঈদ উদযাপন করে থাকেন।
ঈদুল আযহা শব্দের অর্থ হল ত্যাগের মহিমা পুত্রকে কুরবানী দেওয়ার জন্য আরাফাতের ময়দানে নিয়ে যান তখন শুধুমাত্র আল্লাহতালার হুকুম মোতাবেক হযরত ইব্রাহিম এই ত্যাগ করেন। কিন্তু আল্লাহর নিজের অনুযায়ী সেদিন হযরত ইব্রাহিমের পুত্র কুরবানী না হয় একটি পশু কুরবানী হয়েছিল তাই তখন থেকে এই কুরবানী প্রচলন হলেও এখন আর সেই যুগ নেই।
তাই গতানুগত্য পদ্ধতিতে এখনো পশু কোরবানির দিতে হয় যা দেওয়া প্রচলন শুরু হয়েছিল কিন্তু শুধুমাত্র পশু কুরবানী দেওয়াটাকে কোরবানি বলে না কোরবানির অর্থ হল আমাদের মনের ভেতর যে প্রশস্ত আছে সেই প্রশস্ত কুরবানী দিতে হবে তাহলে আমরা খুব সুন্দর একটি সমাজ দেশ গঠন করতে পারবো।
ঈদুল আযহার স্ট্যাটাস 2024
যে কোন বিষয়ে স্ট্যাটাস দেওয়ার বর্তমান সময়ে একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। যেকোনো উৎসব কিংবা যেকোনো ঘটনা নিয়ে মানুষ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে স্ট্যাটাস দিয়ে থাকে ঈদুল আযহা ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আর তাই অনেকেই চান ঈদুল আযহার স্ট্যাটাস পাওয়ার জন্য আর তাদের জন্যই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে ঈদুল আযহার স্ট্যাটাস গুলো উল্লেখ করেছি।
হাজার প্রতিকূলতার মাঝেও ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক নির্মল আনন্দ… *** সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা….. ঈদ মোবারক।
দূরের মানুষ কাছে আসুক,,,,,, কাছের মানুষ থাকুক,,,,, মন ছুটে যাক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঈদ আসছে,,, ভালো লাগছে,,,,, তাই বলতেই হবে,,,,, ঈদ মানেই আশার আলো। ঈদ মানে আশা, ঈদ মানে সুন্দর জীবন, সুন্দর ভালোবাসা… ঈদ মোবারক…
এই আনন্দের দিনগুলি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
স্বপ্নগুলো সত্যি হোক, মনের আশাগুলো পুরানো হোক। কষ্ট দূর হোক, জীবন সুখে ভরে উঠুক। জীবন হোক মঙ্গলময়,,,,,, ঈদ মোবারক আপনার জন্য। **** সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ****
শপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!
ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 2024
প্রতিবছর মহা উৎসবের মধ্য দিয়ে এই ঈদুল আযহা পালিত হয়ে থাকে। ত্যাগের মহিমা নিয়ে আসে ঈদুল আযহা ঈদুল আযহা উপলক্ষে একে অপরের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা উল্লেখ করেছি আপনারা আমাদের এ আর্টিকেল থেকে ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করতে পারবেন।
আজকে খুশীর বাদ ভেঙেছে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওয়াল মাসের ওই চাঁদ উঁকি দিয়েছে
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশী দূর
রমাজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর
(পবিত্র ঈদুল আযহা)
আকাশ মাটি কে বলছে
সূর্য পৃথিবী কে বলছে
চাঁদ তাঁরা কে বলছে
আর আমি তোমাকেই বলছি
(ঈদুল আযহা)
শুভেচ্ছা রাশি রাশি
গরু না খাসি
টিক্কা না ঝাল ফ্রাই
আরটিভি না চ্যানেল আই
রিলাক্স না বিজি
ডিজুস না ইজি
শাড়ি না শার্ট
উইশিং ফর্ম মাই হার্ট
(ঈদুল আযহা)
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙিয়ে দেবো
ঈদের এই দিনে ।
(পবিত্র ঈদুল আযহা)