আজকে আমরা কথা বলবো ইগো নিয়ে উক্তি বাণী ক্যাপশন ও কবিতা নিয়ে। অনেকেই আছেন যারা ইগো নিয়ে উক্তি বাণী ক্যাপশন ও কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকের পোস্টে ইগো নিয়ে সেরা কিছু উক্তি বাণী ক্যাপশন ও কবিতা দেওয়া হয়েছে।ইগো আসলে নিজের প্রতি অতি মাত্রায় উঁচু ধারণা। আত্মবিশ্বাস, আত্মসম্মান হল, নিজের সত্যিকার যোগ্যতার প্রতি বিশ্বাস। কিন্তু ইগো হল, নিজে যা নন – নিজেকে তাই মনে করা। একজন আত্মবিশ্বাসী মানুষ কোনওকিছু না জানলে বা না পারলে – তা স্বীকার করবে, এবং বিশ্বাস করবে যে, সে চেষ্টা করলে বিষয়টি জানতে বা শিখতে পারবে।
ইগো নিয়ে কিছু কথা
মানুষের মনের তিনটি স্তর – ইদ , ইগো ও সুপার ইগো। এই মধ্যবর্তী স্তরেই মানুষের বিবেক , ব্যক্তিত্ব গঠনের বিষয়গুলো অবস্থান করে। বাস্তবে মানুষের ভেতরে জমে থাকা কিছু ঈর্ষা, ক্ষোভ, ইচ্ছা ও তার বহিঃপ্রকাশের চিহ্নগুলোই ইগোর প্রকাশ হিসেবে ধরা হয়। আমরা একে ইগো প্রবলেম বলে থাকি । এই ইগো সমস্যার দুটো দিক থাকে । একটি উন্নয়নের দিন অপরটি অধঃপতনের দিক । ইগো থাকবেই , কিন্তু তাকে সমস্যায় পর্যবসিত না করে যদি নিজের ইগোকে বুঝতে পেরে সঠিক বহিঃপ্রকাশ করতে পারি তাহলে আত্মিক উন্নয়নের পথ সুগম হয়। কথা না বাড়িয়ে আসুন এবার জেনে নিই বিখ্যাত ব্যক্তিবর্গের ইগো নিয়ে উক্তি, ইগো নিয়ে বাণী, স্ট্যাটাস, ইগো নিয়ে কিছু কথা সম্পর্কে।
ইগো নিয়ে ক্যাপশন
ভালোবাসা অন্যকে কিছু দিতে পেরে সুখী হয়। ইগো ছিনিয়ে নিয়ে সুখী হয়”
– রাজনীশ (ভারতীয় দার্শনিক)
পৃথিবীর যাবতীয় বিবাদ, যুদ্ধ আর ব্যর্থতার জন্য যদি মাত্র একটি জিনিসকে দায়ী করা হয় – তা হবে মানুষের ইগো”
– সংগৃহীত
ভুল বোঝাবুঝি দূর করার প্রথম শর্ত হল ইগোকে হত্যা করা”
– সংগৃহীত
“নিজের শুণ্যতাকে ঢাকার সবচেয়ে বাজে ও অকার্যকর ঢাল হল ইগো”
– সংগৃহীত
“ওপরে ওঠার সময়ে ইগো মানুষকে কুকুরের মত অনুসরন করে”
– ফ্রেডরিচ নিডসে (জার্মান দার্শনিক )
“ইগো অন্যের কাছে বড় হওয়ার নিরন্তর চেষ্টা ছাড়া আর কিছুই নয়”
– অ্যালান ওয়াটস্ (বৃটিশ দার্শনিক)
“কেউ তোমার ভুল ধরিয়ে দিলে যদি তুমি অপমান বোধ কর, তোমার মাঝে ইগো সমস্যা আছে”
– নোমান আলী খান (আমেরিকান ইসলামিক স্কলার)
“যখন আপনি ভালোবাসায় আচ্ছাদিত থাকেন, তখন ইগো ফ্যাকাসে হয়ে যায়। কিন্তু আপনি ভাবেন না, আপনি ভালোবাসায় আছেন। এটা অনেকটা সুর্যের আলোর মত। সে দ্যুতি ছড়ায় কিন্তু নিজেই জানে না।“
-রাম ড্যাস
তোমার ইগো কখনওই সত্যিকার তোমাকে ধারণ করে না। এটা একটা মুখোশ, একটা অভিনয়। এটা সব সময়ে অন্যের প্রশংসার ওপর নির্ভর করে। এটা সব নিজেকে শক্তিশালী ভাবতে চায় – কারণ সে সব সময়ে পরাজয়ের ভয় করে
–রাম দাস
ইগো নিয়ে কবিতা
ইগো
মোঃ অলিউল্লাহ
অনিয়ন্ত্রিত ইগো আমায় করছে নিয়ন্ত্রণ,
কখনো অভিমান, কখনো ঝগড়া, কখনো ভাঙছে মন।
ইগোর তাড়নায়, বলে যা’চ্ছে তাই প্রিয়জনের কাছে- অপ্রিয় আমি
কখনো ব্রেকাপ, কখনো আড়ি, কখনো আবার ছাড়াছাড়ি, করছি কতনা পাগলামি।
সন্দেহ আর ভুল বুঝাবুঝি,
আপোষহীন হয়ে দোষ খোঁজাখোঁজি।
হার না মানার লড়াইয়ে উভয়ে মাতোয়ারা
কেহ ভুলে যায়, কেহ পাল্টায়, কেহ হয় ঘরছাড়া।
আপনার কথা সত্য সদা, অযৌক্তিক অপরের বাণী
আপনি যাহা ভাল বলে জানি, তাহাই সদা মানি।
কেউ যদি বলে, ‘যাচ্ছো ভুলে তোমারও হতে পারে ভুল’
অসম্ভব কথা, মানবো না তা, ছাড়বোনা একচুল।
ইগো আমার দ্বিগুণ করলো জেদ,
ভাল-মন্দ, গন্ধ-সুবাসে করলো ভেদাভেদ।
কটু কথায় বোধ করি আমি বড্ড অপমান
ইগোর কারণে সেই দোষখানি বাড়লো পাহাড় সমান।
যা-ই করেছি ঠিক করেছি, অন্যায় সব তার
কি ঠ্যাকা পড়েছে, ভাঙ্গাবো ভুল আমিই বারবার।
অভিমানে বলি, সম্পর্ক টেকানোর সকল দায় কি আমার?
বলবোনা আর ফিরে আসো তুমি, ভালবাসি বলে কাছে আসবার নেই কোন দরকার।