আসসালামু আলাইকুম সারা বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের কে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আমাদের আজকের পোস্ট টি হচ্ছে ইউনাইটেড স্টেটস সেহরি ও ইফতারের সময়সূচী 2022এর সম্পূর্ণ নতুন একটি ক্যালেন্ডার। আমার পোস্টে ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইউএস বা যুক্তরাষ্ট্রীয় মুসলিম ভাই বোনদের সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে জানতে সাহায্য করবে।সুতরাং আপনারা যারা ইউনাইটেড স্টেটস থেকে রমজানের সিয়াম পালনে আগ্রহী তারা আমাদের ওয়েবসাইটের সাথে থেকে এই বিষয়ে তথ্য নিয়ে উপকৃত হতে পারেন। আপনাদের সহযোগিতার জন্য আমরা কাজ করেছি। সুতরাং মনে করছি আপনারা আমাদের পোস্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপকৃত হবেন।রহমত, মাগফেরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জীবনে রমজানের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি।
ফরজ নামাজ ও রোজা, এশার নামাজের পর তারাবিহ পড়া, সেহরির আগে তাহাজ্জুদ পড়া, যথাসম্ভব জিকির ও কুরআন মাজীদ তেলাওয়াত করে সময় কাটানো উচিত। সেই সঙ্গে দান সাদকা করা, আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের হক আদায় করা বাঞ্ছনীয়। অশ্লীলতা, ধোঁকাবাজি, প্রতারণা, অন্যের হক খাওয়া, সুদ ও জুয়াসহ সকল প্রকার হারাম কাজ থেকে তো সারা বছরই বেঁচে থাকা ফরজ, রমজান মাসে এর অপরিহার্যতা আরও বেড়ে যায়। কারণ বরকতপূর্ণ সময়ের গুনাহর কাজ অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে পড়তে পারে। তাই আমরা সবসময় প্রার্থনা করি আমাদের সবার জীবনে যেন রমজানের গুরুত্ব ও ফজিলত সমানভাবে ছড়িয়ে পড়ে।
এখানে আমরা ইউনাইটেড স্টেটস অর্থাৎ USA সময়সূচী অনুযায়ী পরিপূর্ণ ভাবে সেহরি ও ইফতারের সময়সূচী সম্পর্কিত একটি ক্যালেন্ডার তুলে দিয়েছি। তাই নিচে থেকে আমাদের ক্যালেন্ডারটি অবশ্যই সংগ্রহ করে নিবেন। নিচে আমাদের ইউনাইটেড কিংডম অর্থাৎ USA সেহরি ও ইফতারের সময়সূচী 2022 এর ক্যালেন্ডার টি তুলে দেওয়া হলো:
রমজান ক্যালেন্ডার 2022
S. No | সেহরি | ইফতার | তারিখ |
---|---|---|---|
1 | 05:58 AM | 7:03 PM | 02 এপ্রিল 2022 |
2 | 05:58 AM | 7:02 PM | 03 এপ্রিল 2022 |
3 | 05:59 AM | সন্ধ্যা ৭ টা | 04 এপ্রিল 2022 |
4 | 06:00 AM | সন্ধ্যা ৬:৫৯ | 05 এপ্রিল 2022 |
5 | 06:00 AM | সন্ধ্যা ৬:৫৮ | 06 এপ্রিল 2022 |
6 | 06:01 AM | সন্ধ্যা ৬:৫৭ | 07 এপ্রিল 2022 |
7 | 06:02 AM | সন্ধ্যা ৬:৫৫ | 08 এপ্রিল 2022 |
8 | 06:02 AM | সন্ধ্যা ৬:৫৪ | 09 এপ্রিল 2022 |
9 | 06:03 AM | সন্ধ্যা ৬:৫৩ | 10 এপ্রিল 2022 |
10 | 06:04 AM | সন্ধ্যা ৬:৫২ | 11 এপ্রিল 2022 |
11 | 06:04 AM | 6:51 PM | 12 এপ্রিল 2022 |
12 | 06:05 AM | সন্ধ্যা ৬:৪৯ | 13 এপ্রিল 2022 |
13 | 06:05 AM | সন্ধ্যা ৬:৪৮ | 14 এপ্রিল 2022 |
14 | 06:06 AM | সন্ধ্যা ৬:৪৭ | 15 এপ্রিল 2022 |
15 | 06:07 AM | সন্ধ্যা ৬:৪৬ | 16 এপ্রিল 2022 |
16 | 06:07 AM | সন্ধ্যা ৬:৪৫ | 17 এপ্রিল 2022 |
17 | 06:08 AM | সন্ধ্যা ৬:৪৪ | 18 এপ্রিল 2022 |
18 | 06:09 AM | সন্ধ্যা ৬:৪৩ | 19 এপ্রিল 2022 |
19 | 06:09 AM | সন্ধ্যা ৬:৪১ | 20 এপ্রিল 2022 |
20 | সকাল 06:10 | সন্ধ্যা ৬:৪০ | 21 এপ্রিল 2022 |
21 | সকাল 06:10 | সন্ধ্যা ৬:৩৯ | 22 এপ্রিল 2022 |
22 | 06:11 AM | সন্ধ্যা ৬:৩৮ | 23 এপ্রিল 2022 |
23 | 06:12 AM | সন্ধ্যা ৬:৩৭ | 24 এপ্রিল 2022 |
24 | 06:12 AM | সন্ধ্যা ৬:৩৬ | 25 এপ্রিল 2022 |
25 | 06:13 AM | সন্ধ্যা ৬:৩৫ | 26 এপ্রিল 2022 |
26 | 06:13 AM | সন্ধ্যা ৬:৩৪ | 27 এপ্রিল 2022 |
27 | 06:14 AM | সন্ধ্যা ৬:৩৩ | 28 এপ্রিল 2022 |
28 | 06:15 AM | সন্ধ্যা ৬:৩২ | 29 এপ্রিল 2022 |
29 | 06:15 AM | সন্ধ্যা ৬:৩১ | 30 এপ্রিল 2022 |
30 | 06:16 AM | সন্ধ্যা ৬:৩০ | 01 মে 2022 |
বন্ধুরা রমজান মাসের সিয়াম আমাদের সবার জীবনে সফলতা বয়ে আনে। তাই আমাদের সকলের উচিত এই মাসে উত্তমরূপে আল্লাহ তায়ালার ইবাদত করা। আমরা যেখানে অবস্থান করি না কেন আমরা যেন মহান আল্লাহ তায়ালা কে ভুলে না যাই। আমরা আমাদের একটু পরিশ্রম ও ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে সন্তুষ্টি লাভ করতে পারি । তাই আমাদের সবাইকে আল্লাহ তায়ালার আনুগত্য করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ।
রোজার নিয়ত:
অর্থ:
বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, হুজুর (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রাতে এবাদত করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারী, মুসলিম)
মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের ফজিলত জেনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক।