আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি তিনি হচ্ছেন আমাদের তরুণ প্রজন্মের জন্যে এক নক্ষত্র বর্তমানে যুবকদের আইডল বলা হয় ও সকলের বর্তমানে পরিচিত মুখ তিনি হচ্ছেন আয়মান সাদিক। আয়মান সাদিক এর বক্তব্য শোনার জন্য অনেক শিক্ষার্থী অধীর আগ্রহে থাকে আয়মান সাদিক এমন ভাবে কথা গুলো সাজিয়ে বলে কিভাবে লেখাপড়া উন্নতি করা যায়, কিভাবে ভার্সিটি মেডিকেল বুয়েট ইত্যাদি আয়মান সাদিক একজন বাংলাদেশী শিক্ষা ও উদ্যোক্তা। এবং ইন্টারনেট ব্যক্তিত্ব যাকে এক নামে সবাই চেনে। তাকে বলা হয় ডিজিটাল আলোকবর্তিকা। ইউটিউবার নয় তার পরিচয় একজন তরুণ উদ্যোক্তা হিসেবে। আয়মান সাদিক সবসময় বক্তব্য রাখছেন যে একজন ছাত্র কিভাবে পড়ালেখা করলে তার জীবনের রূপান্তর ঘটবে কিভাবে একজন ছাত্র তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তো বন্ধুরা আর দেরি না করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ।এবং আজকে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আপনারা সাইমন সাদিকের সকল তথ্য জানতে পারবেন।
জন্ম:
আয়মানের পুরো নাম মোঃ আয়মান সাদিক। ১৯৯২ সালের ২ সেপ্টেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা তাইয়েবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, মা শারমিন আকতার গৃহিনী আর ছোট সাদ্মান সাদিককে নিয়েই আয়মানের পরিবার। তার প্রথম স্কুলজীবন শুরু হয় বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল থেকে। বাবার চাকরী সুত্রে ছোটবেলা থেকেই বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন। একটি স্কুলে কখনো স্থায়ীভাবে পড়ালেখা করতে পারেননি আইমান। চিটাগাং ক্যান্টনমেন্ট স্কুল থেকে ২০০৯ সালে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১১ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) তে পড়াশুনা করছেন।
10 মিনিট স্কুল প্রতিষ্ঠা:
আয়মান সাদিক ফ্রিতে জেনো শিক্ষার্থীদের টিপস ও ট্রিকস দিতে পারে সেজন্য তিনি 2015 সালে অনলাইনে 10 মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। যাতে করে সহজে শিক্ষার্থীরা তার স্কুল থেকে অনলাইন থেকে টিপস পায়। তিনি তার স্কুল থেকে প্রতিদিন হাজারো শিক্ষার্থীর অনলাইন ক্লাস নিয়ে থাকেন।কেন তিনি তার 10 মিনিট স্কুল খুলেছিলেন, হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এসেছিল একদিন সে ভাবলো যে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা তো সেরকম সুযোগ-সুবিধা তারা পায় না। তাদেরকে সুযোগ-সুবিধা বা যদি কিছু সাহায্য করা যায় তিনি তখন 10 মিনিট স্কুল টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার 10 মিনিট স্কুলে তিন লাখ এর অধিক শিক্ষার্থী রয়েছে যারা প্রতিনিয়ত 10 মিনিট স্কুল এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এর সাথে কথা বলে বিভিন্ন সমস্যা নিয়ে আয়মান সাদিক ও নিয়মিত তার 10 মিনিট স্কুলটি পরিচালনা করে থাকেন। এবং যার যে সমস্যা তা সমাধান করে দিতে চেষ্টা করেন, বর্তমানে আয়মান সাদিক এর 10 মিনিট স্কুল টি অনলাইন জগতে পাকাপোক্ত ভাবে নাম লেখাতে সক্ষম হয়েছেন।
পুরস্কার:
সামাজিক প্রভাবের জন্য সুইস দূতাবাস পুরস্কার
এমডব্লিওসি পুরস্কার
বিশ্ব মোবাইল কংগ্রেসে গ্লোমো পুরস্কার
এশিয়া পেসিফিক আইসিটি এওয়ার্ড
বিতর্ক:
২০২০ সালের রমজান মাসের শেষের দিকে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক এবং সহ-প্রতিষ্ঠাতা শামীর মোন্তাজিদ ও সাকিব বিন রশীদ কর্তৃক সমকামিতা সমর্থন, যৌন সম্মতি, রজঃস্রাব, ভ্যালেন্টাইন’স ড উদ্যাপন ইত্যাদি নিয়ে প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি করে। স্কুলের প্রতিষ্ঠাতা এবং তাঁর সহকর্মীকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে উভয়ই ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিলে এই বিতর্কের অবসান ঘটে।
দারাজ থেকে আয়মান সাদিক এর সেরা বই কিনুন
বাংলাদেশের বৃহত্তম অনলাইন বুকশপ দারাজ ডটকমে ভিজিট করে এখন সহজেই ঘরে বসে কিনতে পারবেন আয়মান সাদিক এর জনপ্রিয় বইগুলো। দারাজ বাংলাদেশে daraz.com.bd রয়েছে আয়মান সাদিকের সেরা সব বইয়ের লিস্ট ও দাম ২০২১ সালের মূল্যতালিকা অনুযায়ী। এখানে পাওয়া যাবে ভাল্লাগে না, লোকে কি বলবে সহ কম দামে আয়মান সাদিকের সব বই। আপনি যদি অনলাইনে কোথায় আয়মান সাদিকের সেরা বই কিনতে পারবেন তা না জানেন কিংবা সেরা দামে ঘরে বসে প্রিয় লেখকের বইগুলো পেতে চান তাহলে দারাজ হতে পারে আপনার সেরা অনলাইন বইয়ের দোকান। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আয়মান সাদিক এর জনপ্রিয় বইয়ের pdf পড়তে চান না- তারা আসল বইটিই কিনতে চান, অথচ কোথায় থেকে সেরা বইটি কিনবেন জানেন না- তারা আজই আয়মান সাদিকের সেরা সব বই কেনার জন্য ভিজিট করতে পারেন দারাজ ডটকম। ক্যাশ অন ডেলিভারি সহ দ্রুততম হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে লেখকের পছন্দের বইটি। এছাড়া আপনার পছন্দের অনলাইন বই বাজার দারাজে রয়েছে হিসাব বিজ্ঞান বই বিভিন্ন দেশি-বিদেশী বিখ্যাত লেখকের বইয়ের সেরা কালেকশন।