বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আজকে আমি আপনাদের সামনে একটি আলোচনা করব। যা হলো বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ও কবিতা নিয়ে। আমরা সবাই জানি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের দেশ বিজয় লাভ করে। আর এই বিজয় দিবসকে স্মরণে রাখার জন্য এই দিনকে সবাই বিজয় দিবস হিসেবে পালন করে থাকি। আপনারা যারা বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ও কবিতা জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন তাদেরকে আজকের এই আর্টিকেলের স্বাগতম আপনারা খুব সহজেই এই আর্টিকেল থেকে বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ও কবিতাগুলো সংগ্রহ করে দিন নিতে পারবেন তাই আর দেরি না করে মনোযোগ সহকারে আমাদের আর্টিকেলটি পড়ুন এবং বিদায় দিবসের উক্তি স্ট্যাটাস ও কবিতাগুলো সংগ্রহ করুন। নিতে বিদায় দিবসের গুরুত্বপূর্ণ বাছাই করা কবিতাগুলো আলোচনা করা হলো।
বিজয় দিবসের কবিতা :
বিজয় দিবস
( মাশায়েখ হাসান )
৭১’এর এই দেশেতে
হানাদার হানা দেয়।
দেশকে স্বাধীন করতে বাঙ্গালী
অস্ত্র তুলে নেয়।
৭১’এর এই দিনেতে
হয় সীমাহীন যুদ্ধ।
যার কাহিনী শুনলে মোদের
শ্বাস হয়ে যায় রুদ্ধ।
৩০ লক্ষ শহীদ আর
মা-বোনের বিনিময়।
স্বাধীন বাংলাদেশ এর ঘটে
উদার অভ্যূদয়।
পাগলী মা’টা
( জনি হোসেন )
ফিরে এল বিজয় দিবস
নেইতো খোকা ঘরে,
সেই যে গেল আর এলোনা
যুদ্ধে একাত্তরে।
স্বপ্ন বোনে পাগলী মা’টা
ফিরবে খোকা কবে,
ফুলেল মালা গলে দিবে
ফুল ঝরে যায় টবে।
ছেলে আসবে,আসবে ছেলে
পাগলী মা’টা চ্যাঁচায়,
পাগলী মা’টা রুক্ষ সুক্ষ
যত্ন নিতে কে চায়?
প্রতিবারে বছর শেষে
বিজয় যখন আসে,
ছেলে হারা পাগলী মা’টা
দাঁত খিলিয়ে হাসে।
১৬ ই ডিসেম্বর
( তানজিম এ আল আমিন )
বছর ঘুরে আবার এলো ষোলই ডিসেম্বর
বিজয় গানে উঠলো মেতে মানুষ আপামর।
একাত্তর এর সেই সে বিজয়
করলো স্বাধীন সকল হৃদয়
শোষন ত্রাসন করলো বিদায়
করলো নতুন সূর্য উদয়
১৬ই ডিসেম্বর
( অন্তু সরকার প্রণব )
১৬ই ডিসেম্বর এলে
মনটা আমার কেমন কেমন করে
সোনার ছেলেরা যে যুদ্ধে গিয়ে
আর ফেরেনি ঘরে।
পাক হানাদারদের ওই হাতে
মরলো মানুষ দিনে রাতে
দেশের জন্য জীবন দিয়ে
শহীদ হলো তারা তাতে।
নয় মাস যুদ্ধ করে
সব হানাদার হলো শেষ
সৃষ্টি হলো এক নতুন দেশের
দেশের নামটি বাংলাদেশ।
এই বিজয়ের মাঝেও যে
অনেক কষ্ট আছে
জীবন দিয়ে লাখো মানুষ
শহীদ হয়ে গেছে।
৪২ বছর পরে এসে
ষোলই ডিসেম্বরে
দেশকে মোরা কী দিয়েছি
দেখি হিসাব করে।
পরিশেষে প্রিয় বন্ধুরা আমি আপনাদের জন্য আজকের এই আর্টিকেলে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কবিতার আলোচনা করেছি আশা করছি সবারই অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং কোন কিছু মিসটেক হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে তারা জানাবেন। এবং নতুন নতুন তথ্য পাওয়ার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।