বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সামনে একটি মূল্যবান আর্টিকেল নিয়ে হাজির হয়েছে যা হচ্ছে আযান নিয়ে ক্যাপশন।আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছে যা হচ্ছে আজান উক্তি স্ট্যাটাস ক্যাপশন।
আজান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরধ্বনি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান প্রচারিত হয়। আজানের ধ্বনি মুমিনের মর্মে মর্মে বেজে ওঠে। মুয়াজ্জিনের কণ্ঠে আজান মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা।
ঘুম ভাঙার পর দেখি ক্যালেন্ডারের উপদৃশ্য থেকে উড়ে গেছে শালিক — বারান্দায়
একা ভিজে যাচ্ছে একটা তরুণ গোলাপ গাছ — শালিক শ্বাপদসঙ্কুল অরণ্যে
ঝিরোচ্ছে পথ — সারাদিন ঘুরে, অন্য শালিকের সাথে গল্পে মাতে। তারা চিত্রল হরিণের
শিঙে বসে — নরোম বাতাসে মাখে হৃৎপিণ্ড— কে যেন ধাওয়া করে জীবন — ক্ষুধা —
হরিণের ভয় সঞ্চারিত হয় শালিকের প্রাণে — উড়ে উড়ে এবং আরো উড়ে সে — পৌঁছে
গেছে আরেক অরণ্যে—
এইদিকে অন্বেষণে হয়রান আমি— তারিখ, বার, মাস ও বছর খুঁজে খুঁজে মাতাল হচ্ছি
— কোথাও নাই কিছু — রোকানার হৃৎপিণ্ডধারী শালিক খেয়ে ফেলেছে সব — সে কি সব রোমন্থনের আগুন মল হিশেবে ফেলে দিছে শ্বাপদদের মাঝে— আমি এখন কোথা
পাবো আমাদের সুন্দরতম সময়ের রঙ ও টিউলিপ?
নামাজ নিয়ে কোরআনের উক্তি
হে মুমিন গন ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর । নিশ্চিতই আল্লাহ্ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন ।
— সূরা আল বাকারা, আয়াতঃ ১৫৩
সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে । আর আল্লাহ্র সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও ।
— সূরা আল বাকারা, আয়াতঃ ২৩৮
যারা আল্লাহ্র কিতাব পাঠ করে, নামায কায়েম করে, এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা কর, যাতে কখনও লোকসান হবে না ।
— সূরা ফাতির, আয়াতঃ ২৯
সবাই তার অভিমুখী হও এবং ভয় কর, নামায কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না ।
— সূরা আর রুম, আয়াতঃ ৩১
আজান নিয়ে কবিতা
আজান একটি মধুর ধনী নিচে আযান নিয়ে গুরুত্বপূর্ণ কবিতা আলোচনা করা হলো
খুব সকালে আব্বু ডাকেন
ওঠো আমার বাজান
অজুর পানি সাজান,
ঘুমের চেয়ে নামাজ ভালো
হচ্ছে দূরে আজান।
আরাম ছাওয়া ঘুমটা ভেঙে
সময়টা জাগবার
রহমতও মাগবার,
দূর মিনারে সুর কি না রে
আল্লাহু আকবার?
তিনি ছাড়া আর কেউ নন
এই পৃথিবীর রব
বিমুগ্ধ অর্ণব,
আজান শেখায় মানুষকে তার
প্রভূর অনুভব।
ভালো পথের আলো ছেড়ে
কেউ যেনো আর না যান
প্রভূর চাওয়ায় সাজান,
মিষ্টি মধুর ছন্দ যাদুর
অনিন্দ্য ডাক ‘আজান’।
আশা করি, এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………