আক্ষেপ ও অনুশোচনা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস

Native Banner
বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি তা হল আক্ষেপ  নিয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস ও উক্তি।আক্ষেপ এমন একটা শব্দ যেটা মানুষকে বদলে দেয় কোন ধারনার প্রতি। আমাদের প্রত্যেকের মাঝেই কোন না কোন কিছুর প্রতি আক্ষেপ আছে। তাই সেই পিছনে ফিরে আক্ষেপ করার যে সামনের দিকে তাকিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত গ্রহণ করা বেশি উত্তম। পেছনের সেই জিনিসগুলোকে নিয়ে আক্ষেপ করলে আপনি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আক্ষেপ নিয়ে বিখ্যাত ব্যক্তিরা অনেক মতামত বলে গেছেন। তাই আক্ষেপ নিয়ে কিছু উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন জানাবো।

আক্ষেপ নিয়ে উক্তি

আমি যে কাজগুলো করতে পারিনি তার জন্য আক্ষেপ করার চেয়ে আমি যে খারাপ কাজগুলো করেছি তার জন্য আমার আক্ষেপ ও দুঃখ প্রকাশ করা উচিত।
— লুসি বল।

পেছনের দিকে ফিরে তাকালে আমার যে কাজের জন্য প্রায়ই আক্ষেপ হয় তা হলো : আমি প্রায়শই যাদেরকে ভালোবেসেছি, তাদেরকে সেই কথাটা জানাতে পারি নি।
— রে স্ট্যানার্ড বেকার।