আউটসোর্সিং কি এর অসুবিধা ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায় 2023

Native Banner

বন্ধুরা আমাদের আজকের টপিক হলো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি ও ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায় এবং ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? আপনারা যদি জানতে চান   তাহলে অবশ্যই আমাদের পোষ্ট টি পুরোটা পড়ুন তাহলে বুঝতে পারবেন। প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি যিনি আমাকে আজকের এই লেখার তৌফিক দান করেছেন । দ্বিতীয়ত ধন্যবাদ দিয়ে ছােট করতে চাই না সে সকল মানুষ গুলােকে যারা ভালােবেসে Support করেছেন । তাদের রইলাে অন্তরের অন্তস্থল থেকে ভালােবাসা ও দোয়া এবং অনেক শুভ কামনা। দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে, সেভাবে বাড়ছে না চাকরির (JOB) সুযােগ। আবার এমনও দেখা যায় যে প্রাতিষ্ঠানিক Study শেষ করার পরে অভিজ্ঞতা থাকার পরেও অনেকের চাকরি মিলে না। তখন তারা ভবিষ্যত অন্ধকার ভেবে নেন। নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন।তাই বাংলাদেশে বেকার Problem দূর করার জন্য এবং যারা নিজেকে বেকার না রেখে প্রতিষ্ঠিত করতে চায় তাদের একটুখানি আশার আলাে দেখানাের জন্য আমাদের আজকের এই লেখাটি সাহায্য করবে।

মানুষ এখন মাসে লক্ষ লক্ষ টাকা Income করতে পারে। কিন্তু অনেক আগ্রহী রয়েছেন যারা একটু গাইডলাইনের জন্য পিছিয়ে পরেন এবং তাদের এই আগ্রহ নষ্ট হয়ে যায়। আর সে আগ্রহকে আরও বৃদ্ধি করতে এই লেখার Guideline যথেষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করছি। এই লেখাটি পড়ে সকলেই জানতে পারবে যে ‘ফ্রিল্যান্সিং ও আউটসাের্সিং কি, এই পেশায় কিভাবে আসা যায়, কিভাবে নিজেকে  হিসেবে তৈরি করতে হবে ইত্যাদি।