বন্ধুরা আমাদের আজকের টপিক হলো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি ও ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায় এবং ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের পোষ্ট টি পুরোটা পড়ুন তাহলে বুঝতে পারবেন। প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি যিনি আমাকে আজকের এই লেখার তৌফিক দান করেছেন । দ্বিতীয়ত ধন্যবাদ দিয়ে ছােট করতে চাই না সে সকল মানুষ গুলােকে যারা ভালােবেসে Support করেছেন । তাদের রইলাে অন্তরের অন্তস্থল থেকে ভালােবাসা ও দোয়া এবং অনেক শুভ কামনা। দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে, সেভাবে বাড়ছে না চাকরির (JOB) সুযােগ। আবার এমনও দেখা যায় যে প্রাতিষ্ঠানিক Study শেষ করার পরে অভিজ্ঞতা থাকার পরেও অনেকের চাকরি মিলে না। তখন তারা ভবিষ্যত অন্ধকার ভেবে নেন। নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন।তাই বাংলাদেশে বেকার Problem দূর করার জন্য এবং যারা নিজেকে বেকার না রেখে প্রতিষ্ঠিত করতে চায় তাদের একটুখানি আশার আলাে দেখানাের জন্য আমাদের আজকের এই লেখাটি সাহায্য করবে।
মানুষ এখন মাসে লক্ষ লক্ষ টাকা Income করতে পারে। কিন্তু অনেক আগ্রহী রয়েছেন যারা একটু গাইডলাইনের জন্য পিছিয়ে পরেন এবং তাদের এই আগ্রহ নষ্ট হয়ে যায়। আর সে আগ্রহকে আরও বৃদ্ধি করতে এই লেখার Guideline যথেষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করছি। এই লেখাটি পড়ে সকলেই জানতে পারবে যে ‘ফ্রিল্যান্সিং ও আউটসাের্সিং কি, এই পেশায় কিভাবে আসা যায়, কিভাবে নিজেকে হিসেবে তৈরি করতে হবে ইত্যাদি।
আপনারা পড়তেছেন আউটসোর্সিং কি ও ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায় এবং ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? আশা করি আমাদের আজকের লেখাটি আপনাদের ভালো লাগবে। পড়তে থাকুন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি ও ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি।
আউটসোর্সিং কি:
সহজ ভাষায় বলতে গেলে, আউটসাের্সিং এমন একটি কাজকে বােঝায় যেখানে একজন ব্যক্তি যখন কোনাে একটি কাজ নিজের নিজে বা অফিসের কাজ অফিসের কর্মচারী দিয়ে না করিয়ে ইন্টারনেটের মাধ্যমে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় তখন সেটি হয়ে যায় ‘আউটসাের্সিং’ অর্থাৎ তার কাজটি সে অন্য কাউকে বা অন্য একটি উৎসের মাধ্যমে করিয়ে নিল। ফ্রিল্যান্সার (Freelancer) বলতে কী বােঝায়?
ফ্রিল্যান্সিং কী?
Freelancer (মুক্ত পেশাজীবী) শব্দটি এসেছে ফ্রিল্যান্সার Freelancer (Sel-Employed) থেকে এবং যিনি Freelance Job করেন তাকেই Freelancer (মুক্ত পেশাজীবী) বলা হয়। অর্থাৎ এমন একজন পেশাজীবি যার সাধারণ অফিস কর্মকর্তাদের মতাে কোনাে অফিস নেই। তার পেশায় তিনি স্বাধীন। এমন পেশাই ফ্রিল্যান্সিং।
আমার ভাষায় ফ্রিল্যান্সিং (Freelancing) বলতে এমন একটি কাজকে বােঝায় যেখানে একজন মানুষ কম্পিউটার বা ল্যাপটপের সাথে ইনটারনেট। কানেকশন দিয়ে ঘরে-বাইরে, মাঠেঘাটে যে-কোনাে এক জায়। বসে ফাইল আদান-প্রদানের মাধ্যমে কোনাে একটি কাজ করে দেয়। তখন সেটাকে ফ্রিল্যান্সিং (Freelancing) বােঝায়। এক্ষেত্রে এখানে যিনি কাজ করছেন আর যার কাজ করে দিচ্ছেন তাদের দুরত্ব যদি এক রুম থেকে আরেক রুমে হয়, ঠিক তখনাে তাকে ফ্রিল্যান্সিং (Freelancing) বলে
ফ্রিল্যান্সিং (Freelancing) এর অসুবিধা:
ফ্রিল্যান্সিং এর কিছু অসুবিধাও রয়েছে। স্বাস্থ্যগত বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। চলুন দেখে নিই এর অসুবিধাগুলোওঃ
- ফ্রিল্যান্সেরদের (Freelancer) দীর্ঘ সময় একই জায়াগায় বসে কাজ করতে হয়। এজন্য কোমর, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা সহ বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে।
- কম্পিউটার এর সামনে একটানা অনেকক্ষণ বসে থাকতে হয়। তাই বেশির ভাগ ক্ষেত্রেই ফ্রিল্যান্সারদের চোখের সমস্যা দেখা যায়।
- এক্ষেত্রে সব কাজ বাসায় বসে করতে হয়। এর ফলে একাকীত্বের মাধ্যমে মানুষ অবসাদগ্রস্ত হয়ে যায় যেটি পরবর্তীতে বড় রুপ ধারন করতে পারে।
- প্রায়শই ঘুমের নানা রকম সমস্যায় সম্মুখীন হন ফ্রিল্যান্সাররা। কারন দেখা যায় আমাদের দেশে যখন রাত, ক্লায়েন্টের দেশে তখন দিন।
- বাইরে তেমন বের না হওয়ার কারনে রোদের স্পর্শ পায় না তেমন এই পেশার লোকজন। সেক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব হওয়াটা ব্যতিক্রম কিছু না।
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি:
যত দিন যাচ্ছে তত বেশি Freelancer তৈরি হচ্ছে এবং বায়ারের সংখ্যা বাড়ছে। তাই বর্তমানে কিন্তু কমপিটিশন অনেক বেশি এবং আগের মতাে আর এই ব্যাপারটি সহজ নেই। ভালাে স্কিলওয়ালা মানুষের অভাব নেই এই পৃথীবিতে এখন। তাই আপনাকে নিজের স্কিলকেও খুব ভালােভাবে ডেভেলপ করে নিতে হবে। নয়তাে অল্প কিছু স্কিল ডেভেলপ করে Freelancing পেশায় আসতে গেলে আপনি দু-দিনেই ঝরে পড়বেন।ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি এক কথায় অনেক ভালাে। কারণ যত দিন যাচ্ছে পৃথিবী ততই উন্নত হচ্ছে। মানুষের বিভিন্ন রকম চাহিদা বাড়ছে। বিভিন্ন নতুন নতুন কোম্পানি গঠন হচ্ছে। নতুন নতুন প্রােডাক্ট আসছে। যেসব জিনিসের সাথে রয়েছে আইসিটির গভীর সম্পর্ক। এখন আইসিটি ছাড়া যেহেতু কোনাে কোম্পানিকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি সেই কোম্পানির অনেক কাজকর্ম করার জন্য মানুষের প্রয়ােজন হবে। আর Company গুলাে তাদের পেআউট বা কর্মচারীদের স্যালারি যা দিয়ে থাকে তা কমানাের জন্য আউটসাের্স করে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছেন দিনের পর দিন।।
শেষ কথা :