হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অহংকার নিয়ে সেরা কিছু উক্তি নিয়ে অহংকার অহংকার মানুষকে ধ্বংস করে ।অহংকার পতনের মূল আপনি কি অহংকার নিয়ে উক্তি বা বাণী কিছু কথা খুজছেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন ।কারণ আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা অহংকার নিয়ে কিছু সেরা উক্তি।অনেক মনিষী বলেছেন যারা অহংকার করে তারা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না ।তাই মানব জীবনে কখনো কোন কিছু নিয়ে অহংকার করা ঠিক নয়। যে ব্যক্তি নিজের মনে নিজেকে বড় বলে জানি চলার সময় সবার সাথে অহংকার করে চলে সে আল্লাহর সাথে সাক্ষাত করে তিনি তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন আশা করি যারা এরকম অহংকার করে তারা সবসময়ই বিপদের সম্মুখীন হ্যালো বন্ধুরা আমার এই পোষ্টটি আপনাদের কাজে আসবে এবং ভাল লাগবে আর যদি ভাললাগে তাহলে অবশ্যই ভালো করে পরে নিবেন।
আপনারা সবাই জানেন সমাজের অহংকার রীতিনীতি চালু আছে ।অহংকার পতনের মূল অহংকারী ব্যক্তি জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না। অন্যের প্রতি স্বার্থপরতা এবং অন্ধত্বের পরামর্শ দেয় এই অহংকার ।আপনি যদি মনে করেন আপনার টেনিস খেলা এতই ভালো যে আপনার অনুশীলনের প্রয়োজন নেই তাহলে আপনার অহংকার আপনাকে সেই খেলায় হারাতে পারে।
অহংকার পতনের মূল:
অহংকার পতনের মূল কিছু সময় মানুষ এটাকে অহংকার ভাবলেও সেটা শুধুই আত্মমর্যাদা বোধ হয়ে থাকে,অহংকার করলে তার পতন হবে এটাই স্বাভাবিক,অহঙ্কার কে সামান্যের মাঝেই রাখো, নতুনবা একজন মানুষ হিসেবে নিজের মর্যাদা রাখতে পারবা না।এই জন্য কবি সাহিত্যিকরা বলে গেছে ,অহংকার পতনের মূল।অহংকার পতনের মূল অহংকারী কোন ব্যক্তি তার জীবনে উন্নতির কথা চিন্তা করতে পারে না জীবনে যে অহংকার করবে তার জীবনের অবনতি নিশ্চিত
অহংকার নিয়ে উক্তি:
১/“পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নিদর্শনাবলি থেকে বিমুখ করে রাখব।”
— সূরা আ‘রাফ
২/ “আপনার হৃদয় নম্রতার কেন্দ্রবিন্দু, আপনার মন অহংকারের উত্স হতে পারে।”
— তারিক রমজান
৯/শুধুমাত্র দুই ধরনের লেখক আছে । যারা সফল এবং যারা না। এবং শেষ পর্যন্ত, এক পর্যায়ে, তারা উভয়ই দাবীদার জারজ হয়ে ওঠে: কিছু অহংকার থেকে , অন্যরা বিরক্তি থেকে ।”
—টনি হিল
.১০/”আমি বুঝতে পেরেছি যে অহংকার এবং অহংকার , যদিও তারা আলাদা হওয়ার জন্য একটি প্রতিরক্ষা, তবে এটি একটি অনুশোচনাজনক প্রতিরক্ষা।”
—হেনরি ক্যাভিল – রিভিয়ার জেরাল্ট
“.১১/ পুরো বিশ্ব তাদের চেহারা সম্পর্কে চিন্তা করে । কি হয় যে কিছু লোক মনে করে যে তারা আরও ভাল যখন তারা ভয়ঙ্কর দেখায়। এটা একধরনের অহংকার ।”
—জুলিয়ান বার্নস
“১২/মানুষ যত ছোট হয় তার অহংকার ততই বড় হয়।
—ভোল্টায়ার
১৩. “অহংকার হলো অন্যকে বোঝানোর চেষ্টা করা যে আপনি তারা যা জানেন তার চেয়েও বেশি।”
– বিয়ানকা ফ্রেজিয়ার
১৪/ অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়।
—ড. বিলাল ফিলিপ্স।
১৫/. “অহংকার হল জ্ঞান বিয়োগ বুদ্ধি।
— সেলসো কুকিয়ারকর্ন।
১৬/ সর্বশক্তিমান কখনোই ঐ ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন।
—শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক।
শেষ কথা:
আমার মতে, জীবনে মোটেও অহংকার করা উচিত নয়।আশা করছি অহংকারের সেরা উক্তি নিয়ে এ পোস্টটি সবার ভালো লেগেছে তাই সাথে থাকুন নিত্যনতুন অহংকার নিয়ে বিভিন্ন উক্তি পাওয়ার জন্য।আশা করি এই পোস্টটি সবার ভালো লাগবে ।আর ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। এবং কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি এই প্রশ্নের মধ্যে কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।